দুই দিনের বৃষ্টিতে রাজধানীতে সবজির দাম দ্বিগুণ

0
0

গত দুদিন টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। প্রতি কেজি ৪০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া সবজিগুলো এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেড়ে গেছে পেঁয়াজ, মরিচ ও মুরগির দাম। তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই আছে। রোববার (২২ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট ও সাত মসজিদ বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

মোহাম্মদপুর টাউন হলের সবজি ব্যবসায়ীরা জানায়, আগের দাম ৩০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে পেঁপে। বাকি সব সবজির দাম বেড়েছে। কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। ২০০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। দেশি জাতের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। ৫০ থেকে বেড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। বাজার ঘুরে দেখা গেছে, এছাড়া কেজিপ্রতি শিমের দাম ১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, অন্য জাতের বেগুন ৮০ টাকা, ঝিঙা ৭০ টাকা, পটল ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, মুলা ৮০ টাকা, কাকরোল ৮০ টাকা ও শসা কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি টমেটোর দাম এখন ১২০ থেকে ১৩০ টাকা, গত সপ্তাহে ছিল ১০০ টাকা। বাজারে ১০০ টাকার শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। প্রতি হালি কাঁচা কলার দাম ৩০ টাকা। পেঁয়াজ-রসুন বিক্রেতা নুরু মোল্লা জানান, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়।সবজি ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, প্রায় সব সবজির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে শীতের সবজি বাজারে আসা শুরু হলে সবজির দাম একেবারেই কমে যাবে।কাঁচা মরিচের দাম বেশি বেড়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘মরিচের সরবরাহের চেয়ে চাহিদা বেশি। কাওরান বাজারে সকালে প্রতি পাল্লা ৪০০ টাকা দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ দুই থেকে তিন ঘণ্টা পর সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা দরেও বিক্রি হয়েছে। তাই খুচরা বাজারে দাম বেশি। আগের সপ্তাহে ৪০ টাকা দরে বিক্রি করা লাউ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে এখন। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে যা ১২৫ থেকে ১৩৫ টাকায় বিক্রি হয়েছে গত সপ্তাহে। ব্রয়লার মুরগির দাম বাড়ালেও গরু ও খাসির মাংসের দাম আগের মতোই আছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫২০ টাকায় ও খাসির মাংসের কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা।