গাজীপুরে আবাসিক হোটেলে অভিযানঃ ১৬ জনের কারাদন্ড

0
277

গাজীপুরের দু’টি আবাসিক হোটেলে রবিবার রাতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তরুণী ও যৌণকর্মী এবং খদ্দেরসহ ১৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে আদালত। আদালতে প্রেরণ করা হয়েছে।

গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিএম কুদরত-ই-খুদা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকার আবাসিক হোটেল হ্যাপী ডে ইন এবং হোতাপাড়া এলাকার বৈশাখী আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে রবিবার রাত সোয়া ৭টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় ওই দুটি আবাসিক হোটেল থেকে ৮জন তরুণী ও যৌণকর্মী এবং ৮ জন খদ্দের ও দালালসহ মোট ১৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ৮ নারীকে ১৫ দিনের করে এবং ৮পুরুষ প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।