মুক্তিযোদ্ধারা তিনটি উৎসব ভাতা পাবেন: মোজাম্মেল হক

0
227

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী অর্থবছর থেকে মুক্তিযোদ্ধারা তিনটি উৎসব ভাতা পাবেন। শনিবার (২১ অক্টোবর) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুকে যে রাতে হত্যা করা হয়েছিল, সেদিন সারারাত মার্কিন ও পাকিস্তান দূতাবাস কি কারণে খোলা ছিল তা তদন্ত করে বিচার করা হবে। তিনি আরো বলেন, ৪০ বছর পর আমরা যদি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি, তাহলে আগামীতেও বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীদের বিরুদ্ধেও বিচার করতে পারবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ফাতিমা, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।