মিসরে জঙ্গি হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ সদস্য নিহত

0
263

মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ জনের বেশি সদস্য নিহত হয়েছে।স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে বাহারিয়া মরুদ্যানে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে গিয়েছিল পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে। গোলাগুলির সময় চরমপন্থী সংগঠন হাশমের সদস্য ১৫ জঙ্গিও নিহত হয়েছে।

মিসরে সেনাশাসক আবদুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন সরকার ইসলামপন্থী সশস্ত্র সংগঠনগুলোকে মোকাবিলায় হিমশিম খাচ্ছে। দেশটির নিরাপত্তাবাহিনীর দাবি, মুসলিম ব্রাদারহুডের সশস্ত্র শাখা হলো হাশম। তবে ব্রাদারহুড এই অভিযোগ নাকচ করেছে। নিরাপত্তাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ওই আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় জঙ্গিরা গ্রেনেড ও বিস্ফোরক ব্যবহার করে তাদের ওপর হামলা চালায়। আরেকটি সূত্র জানায়, হামলায় নিরাপত্তা বাহিনীর ৫৩ সদস্য নিহত হয়েছে।