মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩, বাংলাদেশিসহ নিখোঁজ ১১

0
198

মালয়েশিয়ার পেনাং প্রদেশে ভূমিধসের ঘটনায় একটি নির্মাণাধীন টাওয়ারের তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন। স্থানীয় সময় আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকার একটি কনস্ট্রাকশন সাইটে এ ভূমিধসের ঘটনা ঘটে।  জানা গেছে, নিহত শ্রমিকদের দুজন ইন্দোনেশীয়। অন্যজন মিয়ানমারের নাগরিক। আটকে পড়াদের অধিকাংশই বাংলাদেশি, ইন্দোনেশীয় ও রোহিঙ্গা বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ব্যাপারে পেনাং-এর অগ্নি নির্বাপণ ও উদ্ধার তৎপরতা বিষয়ক দপ্তরের পরিচালক স্যাডন মোখতার বলেন, এই মুহূর্তে সমস্যা হচ্ছে, আমাদের ৩৫ মিটার পর্যন্ত খনন করে দেখতে হবে। ঘটনার শিকার ব্যক্তিদের অনুসন্ধানে কে ৯-এর একটি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে রয়েছে তিনটি প্রশিক্ষিত কুকুর। ভূমিধসের ঘটনায় ওই নির্মাণকাজের একজন মালয়েশীয় সুপারভাইজারও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।