ভারি বর্ষণে তলিয়ে গেছে যশোর শহর

0
0

গত দু’দিনের ভারি বর্ষণে তলিয়ে গেছে যশোর শহর ও শহরতলীর নিম্নাঞ্চল। পানি বন্দি হয়ে পড়েছে সহ¯্রাধিক পারিবার।আবহাওয়া অফিস জানিয়েছে বৃহষ্পতিবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত যশোরে ১৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।নি¤œচাপের কারণে দেশের বিভিন্ন জেলার মতো যশোরেও বৃহষ্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বর্ষণ। এরপর শনিবার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে।যশোর বিমান বাহিনীর আবহাওয়া উইংয়ের তথ্য মতে, বৃহষ্পতিবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত যশোরে ১৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে শুক্রবার রেকর্ড হয়েছে ১৬২ মিলিমিটার বৃষ্টি। আর শনিবার সকাল পর্যন্ত আরো ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
শহর ঘুরে দেখা গেছে সার্কিট হাউজপাড়া, শংকরপুর, ভোলা ট্যাংক রোড, রেল রোড, টিবি ক্লিনিক এলাকা, ষষ্টিতলা পাড়া, শংকরপুর খড়কি, সিটিকলেজ পাড়া, পূর্ববারান্দী-মাঠপাড়া, লিচুতলা, বেজপাড়া আনসার ক্যাম্পসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার ঘরের মেঝেতে দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানি উঠে গেছে। রাস্তার উপরে পানি উঠে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না কেউ।শংকরপুর ইসহাক সড়ক এলাকার ইলিয়াস হোসেন জানান, সামান্য বৃস্টি হলেই তাদের এলাকার প্রায় দুই হাজার পরিবার পানি বন্দি হয়ে যান। এবার বর্ষার আগে ড্রেনেজের কিছু কাজ হলেও তার ফল পাচ্ছেন না তারা।একই এলাকার আব্দুল আজিজ ও আনছার আলী জানান, গত দুদিন বৃষ্টি তার উপর ঘরে পানি উঠায় শিশু সন্তানদের নিয়ে বেশ বিপাকে আছেন। ঠিকমত রান্না খাওয়া দাওয়া হচ্ছে না। প্রাকৃতিক কাজটিও সারতে পারছেন না।
জুলফিকার আলী নামে এক বাসিন্দা বলেন, ড্রেনেজ ব্যবস্থা এমন যে শহরের সব পানি এ এলাকা দিয়ে বিলে পড়ে। কিন্তু বিলে পানি যাওয়ার আগে বাধাপ্রাপ্ত হওয়ায় এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। মাত্র ছোট দুটি কালভার্ট দিয়ে চুইয়ে পানি যাওয়ায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। মোল্লা­পাড়া আমতলা এলাকার আব্দুল মান্নান বলেন, তার ঘরের ভিতর পানি উঠে গেছে। যার কারণে চলাচলও করতে পারছেন না।তিনি জানান, বাড়ির পাশে ড্রেন না থাকায় বৃষ্টির পানি জমে যায়। যার ফলে চরম দুর্ভোগে পড়েছে তার পরিবার। একই এলাকার রীনা খাতুন ও জাকির হোসেন জানান, মাঠপাড়া এলাকায়ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে গেছে।
টিবি ক্লিনিক এলাকার সরোয়ার হোসেন জানান, শহরের কোথাও পানি না জমলেও তাদের এলাকায় বৃষ্টির পানি জমে। এলাকাটা নিচু হওয়ায় এ অবস্থা। তবে শংকরপুর থেকে পানি বের করার ব্যবস্থা জোরদার করতে পারলে তাদের এলাকায় আর জলাবদ্ধতা দেখা দিত না। এজন্য তিনি পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।জলাবদ্ধতা নিরসনে গৃহিত পদক্ষেপ সম্পর্কে জানতে যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর মোবাইলে ফোন করলে তিনি রিসিভি করেননি।