ক্যান্সারে আক্রান্ত সংগীতশিল্পী শাম্মী আক্তারের চিকিৎসা সহযোগিতায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকার একটি চেক প্রদান করেছেন শাম্মী আক্তারকে। শাম্মী আক্তারের স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। কঠিন সময়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। এদেশের মানুষ যদি তার চিকিৎসায় এগিয়ে আসে আমরা আজীবন মনে রাখব।
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অন্তরালে চলে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ শিল্পী।