বিএনপি মিছিল-সমাবেশ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. ও“হুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্র বলতে বোঝায়- অনেক দল, অনেক মত, অনেক বিশ্বাসের ঐতিহ্যের ঐক্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র বলতে হবে, বিএনপি মিছিল-সমাবেশ করতে পারবে না।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।গণতন্ত্র এখন কোন পথে? ন্যায়বিচারের সর্বোচ্চ আদালত ধ্বংসের বিরুদ্ধে রুখে দাড়াঁও’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জাতীয় ঐক্য পরিষদ।পরিষদের সভাপতি সালাহ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।গ্রেফতারি পরোয়ানা জারি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোবল দুর্বল করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সরকারের অপপ্রচার মিথ্যা প্রমাণিত করে বুধবার খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন উল্লেখ করে রিজভী বলেন, সরকারের এমপি-মন্ত্রীরা এখন কী বলবেন। গ্রেফতারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়ার মনোবলকে দুর্বল করা যাবে না। তিনি দেশে ফিরে আসবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আগের রাতে ব্যালট বক্স পূর্ণ করা। ভোটকেন্দ্রগুলো যুবলীগ,ছাত্রলীগ ও পুলিশের ছত্রছায়ায় দখল করে নেওয়া, এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন।বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন দেশে হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপির এই নেতা।
এদিকে অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে দেশের জনগণ গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে টেনে নামাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মানববন্ধনে বিএনপির এই মুখপাত্র বলেন, দেশে কখন কি করতে হবে সব ছক আওয়ামী লীগ করে রেখেছে। কখন প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠাতে হবে, কখন বিএনপি নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে, কখন প্রধান বিচারপতির ক্যান্সার হয়েছে বলতে হবে সব তাদের টাইমিং বা সময় নির্ধারণ করা আছে। কিন্তু তারা কি ভুলে গেছে জনগণের একটা ছক আছে? জনগণ গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে তাদের টেনে নামাবে। এটা জনগণের ক্ষমতা, এটা কি তারা ভুলে গেছে? তিনি বলেন, আওয়ামী লীগ যা বলবে সেটাই সত্য। এটা না মানলে আপনি খুন হবেন, আপনি গুম হবেন, আপনাকে আর পাওয়া যাবে না, আপনার মায়ের কোল খালি হবে। এমন পর্যায়ে পৌঁছে গেছে ক্ষমতাসীনদের অত্যাচার।আইন মন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, মন্ত্রী সাহেব আপনি রাস্তায় বের হলে সামনে, পেছনে, ডানে, বায়ে পুলিশের হুইসেল বাজে। আপনি জনগণের মনের কথা কিভাবে বুঝবেন। আপনি যে মিথ্যাচার করছেন সেটা জনগণের মনে দাগ কেটে আছে। আপনি বলেন প্রধান বিচারপতির ক্যান্সার হয়েছে, আর তিনি বলেন আমি সুস্থ্য। আপনি এতোবড় মিথ্যা কথা বলেন! জাসাস’র সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জাসাস সাধারণ সম্পাদক চিত্র নায়ক হেলাল খান, চিত্র নায়িকা শিলা, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল প্রমুখ।