আফগানিস্তানে পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩৩

0
0

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের পুলিশ সদরদপ্তরে তালেবানের আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ৩৩ জন নিহত হয়েছে।মঙ্গলবার সকালে প্রদেশিক রাজধানী গারদেজের পুলিশ সদরদপ্তর সংলগ্ন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র এ হামলায় আরও ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা ও জঙ্গিরা।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রদেশটির তিন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে প্রাদেশিক পুলিশের প্রধানও রয়েছেন। কিন্তু আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে পুলিশ প্রধানের আহত হওয়ার খবর তারা নিশ্চিত করছেন।এ ঘটনায় অন্তত পাঁচ হামলাকারী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।হামলায় হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক উভয়েই রয়েছেন বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিভাগের উপপরিচালক হেদায়েতুল্লাহ হামিদি।একই দিন প্রতিবেশী গজনি প্রদেশেও স্থানীয় গভর্নরের কার্যালয়ের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন সরকারি নিরাপত্তাররক্ষী এবং ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ হামলায় আরও ৩৩ জন আহত হয়েছেন।