পাবনায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক

0
180

পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে দু’টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ইয়াকুব খাঁ (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে তাকে আটক করা হয়। আটক ইয়াকুব খাঁ আতাইকুলা থানার চর শ্রীপুর গ্রামের মৃত মানিক খাঁ’র ছেলে।
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন (এক্স) বিএনভিআর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আতাইকুলার চরশ্রীপুর গ্রামে অভিযানে যায় র‌্যাবের একটি দল। এ সময় তার বাড়ি থেকে একটি রাইফেল, একটি একনলা বন্দুক, ৪টি রাইফেলের গুলি, ১০টি কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, আটক ইয়াকুব খাঁ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, আটক ইয়াকুব খাঁ’র বিরুদ্ধে আতাইকুলা থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার তথ্যও পাওয়া যায়নি। তবে তাকে অস্ত্রগুলিসহ আটক করা হয়েছে।