নিউরোলজিক্যাল সমস্যায় সৃষ্ট কিডনী রোগের চিকিৎসা চালু

0
330

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত নিউরোলজিক্যাল সমস্যার কারণে কিডনীর বিভিন্ন জটিল রোগের চিকিৎসা প্রদান চালু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে শনিবার সকালে ইউরোলজি বিভাগের নিউরো ইউরোলজি ইউনিটের উদ্যোগে আয়োজিত ‘নিউরো ইউরোলজি ভায়োডিং ডিসফাঙ্কশন (নিউরোজেনিক লোয়ার ইউরিনারি ট্রাক্ট ডিসঅর্ডারস) বিষয়ক মাল্টি ডিপার্টমেন্টাল সভায় এ কথা জানানো হয়।সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের নিউরো-ইউরোলজি ইউনিট একটি নতুন ইউনিট। যেখানে ব্রেইন, স্পাইনাল কর্ড ও নার্ভের সমস্যার কারণে প্রস্রাবের থলির সমস্যা যেমন নিউরোজেনিক ব্লাডার, ওভার এ্যাক্টিভ ব্লাডার, ইনকনটিনেন্স ও এলইউটিডির চিকিৎসা দেয়া হয়।

এতে জানানো হয়, এ ইউনিটটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশেও প্রথম। দুর্ঘটনা, বয়স্ক মানুষের ব্রেন স্ট্রোক, ভারী কাজের সহিত জড়িত পেশাদার মানুষ, সংক্রমণকারী রোগের জন্য অগণিত মানুষ এসব সমস্যায় ভুগে থাকেন।এতে জানানো হয়, নিউরো-ইউরোলজি এসব চিকিৎসা বঞ্চিত লোকদের চিকিৎসায় সঠিক পথ দেখাচ্ছে। রোগীদের অজ্ঞতা ও চিকিৎসকের রেফারেলের অভাবে রোগীরা কিডনীর অনেক রোগের জটিলতায় ভোগে অকালে মৃত্যুবরণ করছেন। প্রস্্রাবের সমস্যার কারণে তাঁরা ঘরে বসে থাকে ও সামাজিক জীবন যাপন থেকে বঞ্চিত হন।ইউরোলজি বিভাগের নিউরো-ইউরোলজি ইউনিট এ সকল রোগীদের ইনকনটিনেন্স এবং ভায়োডিং ডিসফাঙ্কশনসহ প্রস্্রাবের বিভিন্ন সমস্যার সঠিক দিক নির্দেশনা ও চিকিৎসাসেবা দিচেছ বলেও সভায় জানানো হয়।সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বক্তব্য রাখেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ’র নিউরো-ইউরোলজি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. এটিএম আমান উল্লাহ।এতে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. একেএম আনোয়ারুল ইসলাম, অবস এন্ড গাইনী বিভাগের অধ্যাপক ডা. বেগম নাসরিন, নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তৌহিদ মোঃ সাইফুল হোসেন দিপু।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও রেডিডেন্ট চিকিৎসক, ছাত্রছাত্রীরা উপ¯ি’ত ছিলেন।সভায় অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, দ্রুত বিকাশমান চিকিৎসা বিজ্ঞানে বর্তমান সময়ে সুপার স্পেশালিটি, সাব স্পেশালিটি দিন দিন বৃদ্ধি পাচেছ। এ অবস্থায় মাল্টি ডিসিপ্লিনারি এ্যাপ্রোচ খুবই গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে ইউরোলজি বিভাগের অধীন নিউরো-ইউরোলজি ইউনিটের উদ্যোগে আয়োজিত মাল্টি ডিপার্টমেন্টাল সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।তিনি বলেন, এ সভার মাধ্যমে নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যার কারণে যে সকল রোগীরা কিডনীর বিভিন্ন জটিল রোগে ভুগছেন সে সকল রোগী আরো বেশি করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধীন নিউরো-ইউরোলজি ইউনিটে যথাযথ সুচিকিৎসা পাবেন। ফলে ওই সকল রোগীদের চিকিৎসার জন্য আর বিদেশ যেতে হবে না।