ভারত থেকে সাতক্ষীরায় আসা ১৯ রোহিঙ্গা আটক

0
0

সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাকরা সীমান্ত থেকে ১৯ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে পদ্মশাকরা এলাকায় পৌঁছামাত্র ওই ১৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১০ শিশু, ছয় নারী ও তিন পুরুষ রয়েছে।

বিজিবির পদ্মশাকরা তল্লাশিচৌকির (বিওপি) কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন জানান, ওই রোহিঙ্গারা ভারত থেকে দেশটির সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফের সহায়তায় বাংলাদেশে আসে। এর আগে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় তারা মিয়ানমার থেকে ভারতের দিল্লিতে গিয়েছিল। এর পর থেকে সেখানেই বসবাস করে আসছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে বলে খবর পেয়ে তারা দিল্লি থেকে বাংলাদেশে চলে এসেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সাতক্ষীরার কলারোয়া বাসস্ট্যান্ড থেকে ১৩ জন এবং ৩ অক্টোবর কলারোয়ার হিজলদী সীমান্ত থেকে আরো সাত রোহিঙ্গাকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফ এনামুল হক জানান, আটকরা বেশ ক্লান্ত। তাঁদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।