বিশ্ব ডিম দিবস: ডিমের পিস ৩ টাকা!

0
0

বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অনেকটাই চড়া। খুচরা বাজারে এক হালি ডিমের দাম ৩০- ৩৫টাকা। সে হিসেবে একটা ডিমের দাম ৮-৯ টাকা। তবে আগামী শুক্রবার ঢাকায় ৩ টাকা পিস অর্থাৎ ১২ টাকা হালিতে ডিম বিক্রি করবে প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসিসি)। তবে সময় মাত্র ৩ ঘন্টা। আর ঢাকার সব জায়গায় এ সুবিধা পাওয়া যাবে না। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য প্রতিটি ডিম ৩ টাকা বা হালি প্রতি ১২ টাকায় বিক্রি করা হবে।

জানা যায়, ১৩ অক্টোবর হলো বিশ্ব ডিম দিবস। এই কারণে বিশেষ এই মূল্যে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর ও বিপিআইসিসি। কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।  বাংলাদেশ বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে মিলে বিশ্ব ডিম দিবস পালন করবে। এই উপলক্ষে শুক্রবার সকালে কৃষিবিদ ইন্সটিটিউশন থেকে শোভাযাত্রা বের করা হবে। পরে থ্রি-ডি হলে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।