অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার দুবাইতে গ্রাহকদের টেসলা’র ৫০টি বৈদ্যুতিক গাড়ির মধ্যে থেকে যেকোনো গাড়ি বাছাইয়ের সুযোগ দিবে। ১০ অক্টোবর মঙ্গলবার উবার, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সাথে অংশিদারিত্বে ‘উবারওয়ান’ সেবা চালু করার ঘোষণা দেয় বলে সিএনবিসি’র খবরে বলা হয়। উবারওয়ান সেবার অধীনে চলতি বছর সেপ্টেম্বরে ৫০টি টেসলা মডেল এক্স আর মডেল এস গাড়ি যোগ করা হয়েছে। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে আরও দেড়শ’ টেসলা গাড়ি যুক্ত করার লক্ষ্য স্থির করেছে দুবাই ট্রান্সপোর্ট অথোরিটি। দুবাইয়ে উবারের মহাব্যবস্থাপক ক্রিস ফ্রি বলেন, ‘নতুন এবং প্রগতিশীল অভিজ্ঞতা’ দিতে গ্রাহককে নতুন এই অংশিদারিত্ব করেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী বলেছিলেন, তার প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির একটি অবকাঠামো গড়ে তোলার জন্য সংযুক্ত আরব আমিরাতে মিলিয়ন ডলারের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। আর বর্তমানে দুবাইতে দুই ডজনেরও বেশি টেসলা চার্জার রয়েছে।