ময়মনসিংহে এবার আ. লীগের দুই নেতার দোকানে হামলা

0
243

ময়মনসিংহে এবার আওয়ামী লীগের দুই নেতার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা করা হয়েছে। ময়মনসিংহ শহরের ‘সরকার ম্যানশন’ মার্কেটে এসব ঘটনা ঘটেছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মার্কেটের ‘ক্লাস ফ্যাশন’ দোকানের কাপড় ব্যবসায়ী জুলহাস উদ্দিন ও ‘ডিঙ্গী’ দোকানের কাপড় ব্যবসায়ী শাহজাহান খান। জুলহাস শহরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শাহজাহান খান সিনিয়র সহ-সভাপতি।

জুলহাস উদ্দিন অভিযোগ করে বলেন, সরকার ম্যানশন মার্কেটের ভাড়াটিয়া ‘ডার্লিং পয়েন্ট’ দোকানের নুরুল ইসলাম হুমায়ুন এই হামলার মূল হোতা। জুলহাস অভিযোগ করে বলেন, মার্কেট মালিক সরকার জসিম উদ্দিনের কাছ থেকে ৭২ হাজার টাকা পান দাবি করে ৩ অক্টোবর শহর ১ নম্বর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন হুমায়ুন। ফাঁড়ির টিএসআই আশরাফুল আলম পরদিন জসিমকে ফাঁড়িতে ডেকে পাঠান। তাঁর সঙ্গে ফাঁড়িতে যান আওয়ামী লীগ নেতা জুলহাস ও শাহজাহান। এ সময় কথিত দেহরক্ষী জামান, রাজনসহ কয়েকজনকে নিয়ে ফাঁড়িতে আসেন হুমায়ুন। আলাপ আলোচনার ফাঁকে জরুরি ফোন কল পেয়ে টিএসআই আশরাফ ফাঁড়ির বাইরে চলে যান। এ সময় হুমায়ুন জুলহাসকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে ফাঁড়ি থেকে বের হতেই হুমায়ুনের ১০ থেকে ১২ জন লোক জুলহাসের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং তাঁর পরনের পাঞ্জাবী ছিড়ে ফেলে। চিৎকার দিলে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় ৪ অক্টোবর রাতে জুলহাস বাদী হয়ে হুমায়ুনকে আসামি করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। এরপর ৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে হুমায়ুন রড, হকিস্টিক, রাম দা ও আগ্নেয়াস্ত্রসহ ১৫ থেকে ২০ জন লোক নিয়ে ক্লাস পয়েন্ট ও ডিঙ্গী গার্মেন্ট দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ক্লাস পয়েন্টের ক্যাশ ভেঙে এক লাখ ৩০ হাজার টাকা ও দেড় লাখ টাকার জামা-কাপড় নিয়ে যায়। একই কায়দায় ডিঙ্গী দোকান থেকে দুই লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

রাতেই হুমায়ুন, তাঁর কথিত দেহরক্ষী জামান, সহযোগী রাজনসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের নামে আরেকটি অভিযোগ দেন জুলহাস। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, ৭ অক্টোবর রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলা ভাঙচুরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। আরো তদন্ত না করলে সঠিক কিছু বলা যাবে না। রোববার দুপুরে জুলহাসের অভিযোগটি আমলে নিয়ে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র ধোপাখোলা মোড়ে মহানগর যুব সংহতির আহ্বায়ক হাজি হারুনের খাবার ও ফ্রিজ মেরামতের দুটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।