যুক্তরাষ্ট্রে গত রবিবার লাস ভেগাসের কনসার্টে হামলার পরে এক সপ্তাহ কেটে গেছে। জানা গেছে, আত্মঘাতী হামলাকারীর নাম পরিচয়। তদন্তে নেমে ম্যান্ডেলা বে হোটেলের বত্রিশ তলার একটি ঘর থেকে স্টিফেন প্যাডকের দেহ, প্রচুর আগ্নেয়াস্ত্রর সঙ্গে একটি কাগজের টুকরো উদ্ধার করেছিল পুলিশ। এবার ফাঁস হল সেই চিরকুট-রহস্য। তদন্তে নেমে জানা গেল, সেই চিরকুটেই লেখা ছিল লাস ভেগাসের সঙ্গীতানুষ্ঠানে হাড় হিম করা হামলার নীল নকশা। বন্দুকবাজ স্টিফেন প্যাডকের রষড়যন্ত্রের হিসাব নিকাশ। তদন্তকারীরা জানিয়েছেন, হোটেলের ঘর থেকে ঘটনাস্থলের দূরত্ব মেপে ঠিক কোন জায়গা থেকে গুলি চালালে সবচেয়ে বেশি সাফল্য মিলবে, ঠান্ডা মাথায় সেই হিসাব করেই আটঘাট বেঁধেই সেদিন হত্যালীলায় মেতেছিল ৬৪ বছরের প্যাডক।
একই সঙ্গে তদন্তে উঠে এসেছে হামলার দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সে দিন নিজের ঘরের বাইরে, লবিতে হোটেলের এক নিরাপত্তা রক্ষীর পায়ে গুলি করেছিল প্যাডক। আত্মঘাতী হওয়ার আগে সেটাই সম্ভবত প্যাডকের শেষ আক্রমণ। ওই রক্ষী অবশ্য সে দিন ঘটনাচক্রেই প্যাডকের সামনে এসে পড়েন। কোনও একটি ঘরের যন্ত্রচালিত দরজা ঠিকমতো বন্ধ না হওয়ায় অ্যালার্ম বেজে উঠেছিল। তা শুনেই খুঁজতে খুঁজতে প্যাডকের ঘরের কাছে চলে আসেন তিনি। কিন্তু জানতেন না যে, পাশের ঘরের জানলা দিয়ে গুলি চালিয়ে ততক্ষণে ৫৮ জনকে মেরে ফেলেছে হোটেলেরই এক অতিথি।
প্রাথমিক ভাবে ওই হামলার দায় আইএস নিলেও প্যাডকের যে কোনও জঙ্গিযোগ ছিল না সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত পুলিশ। কোনও জঙ্গি দল সে দিনের হামলায় প্যাডকের সঙ্গী ছিল না বলেই মনে করছে তারা। হোটেল ও নিকটবর্তী এলাকার বিভিন্ন ভিডিও ফুটেজ পরীক্ষা করেই এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।