উপাচার্যের পদত্যাগের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্টের বনানী ক্যাম্পাসে তালা লাগিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা বনানী ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে দেয়।আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ৬ দফা দাবিতে গত তিনদিন ধরে আন্দোলন করছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সজীব তাদের দাবির ব্যাপারে বলেন, শিক্ষকদের অপমান, অপদস্থ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সামনে কর্তৃপক্ষকে ওই শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে। উপাচার্যকে অপসারণ করতে হবে। ক্যান্টিনসহ ওয়াইফাই সুবিধা দিতে হবে। কারণ দর্শানো ছাড়া কোনও শিক্ষার্থীকে সাসপেন্ড করা যাবে না।এ বিষয়ে জানতে ব্শ্বিবিদ্যালয়টির উপাচার্য মেসকাত উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।