বৃষ্টির পূর্বাভাস আগেই ছিলো। তাই হয়তো দ্রুত রান তুলতে চাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ব্লুমফন্টেইনে দ্বিতীয় সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো। তবে প্রায় দেড় ঘন্টা পর খেলা মাঠে গড়িয়েছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুতেও বাংলাদেশের বোলারদের ওপর প্রভাব ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।
স্কোর: দক্ষিণ আফ্রিকা ৪৪৮/৩ (আমলা ৯৬*, ডু প্লেসি ৭৪*)
প্রথম দিনটি হতাশায় কেটেছে মুশফিকদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে ৪২৮ রান তুলে নেয় প্রোটিয়ারা। দুই ওপেনার ডিন এলগার ও এইডিন মার্করাম করেছেন দারুণ দুটি সেঞ্চুরির।