পুতিনের জন্মদিনে রাশিয়াজুড়ে বিক্ষোভ, গ্রেফতার

0
206

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে রাশিয়াজুড়ে দেশটির বিরোধী নেতা আলেক্সেই নাভালনির ডাকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার অন্তত ৮০টি শহরে পুতিনবিরোধিরা বিক্ষোভ করেন। বিক্ষোভ করায় শতাধিক মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভ্লাদিমির পুতিনের ৬৫তম জন্মদিনে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন নাভালনি। বিক্ষোভকারীদের দাবি, ২০১৮ সালের নির্বাচনে নাভালনিকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বিক্ষোভ ছিল বেআইনি।

নাভালনি এখন ২০ দিন কারাদাণ্ডের সাজাভোগ করছেন। আইন লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় এই সাজা দেওয়া হয়েছে তাকে। চলতি বছর তৃতীয় বারের মতো কারাদণ্ডের সাজা পেলেন তিনি। রাশিয়ার নির্বাচনি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিতব্য ভোটে নাভালনি প্রার্থী হতে পারবেন না।

গত কয়েক মাস ধরে নাভালনি রাশিয়ার বিভিন্ন শহর চষে বেড়িয়েছেন তার প্রচারণা জোরদার করার জন্য। শনিবার পুতিনের জন্ম শহর সেন্ট পিটার্সবুর্গে প্রধান বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার কথা। সূত্র: বিবিসি।