ন্যাটো সৈন্যদের ফোন হ্যাক করছে রাশিয়া

0
0

শুধুমাত্র দূরবর্তী সার্ভারকে লক্ষ্য করেই সাইবার হামলা করছে না রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে রুশ হ্যাকাররা ন্যাটো সৈনিকদের ফোন হ্যাক করছে। এসব সৈন্যরা পোল্যান্ড এবং বাল্টিক প্রদেশগুলোতে কর্মরত আছে। রুশ হ্যাকাররা ন্যাটো সৈনিকদের ফোনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে। তারা ফোনের তথ্য-উপাত্ত চুরিসহ জরুরী কন্টাক্টও মুছে ফেলতে সক্ষম হচ্ছে। তবে রুশ সরকার সবসময়ই এ ধরণের হ্যাকিংয়ের সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছে।

পশ্চিমা বাহিনীরা জানিয়েছে রুশ হ্যাকারদের হ্যাক করার প্রচেষ্টা খুব একটা গোছালো নয়। তবে এসব সাইবার অপরাধীরা হ্যাক করার জন্য অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে থাকে। ফোন হ্যাক করার জন্য রুশ হ্যাকাররা পোর্টেবল অ্যান্টেনা ব্যবহার করে থাকে। সফলভাবে ফোন হ্যাক করার জন্য ড্রোনও ব্যবহার করে থাকে রুশ হ্যাকাররা। এমনকি ফোন হ্যাক হওয়ার পর অজ্ঞাতনামা এক এজেন্ট (রুশ বলে ধারণা করা হচ্ছে) ফোনের মাধ্যমে মার্কিন সৈন্যদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে।
তবে এই হ্যাকিং বন্ধ করাটা অপেক্ষাকৃত সহজ। এরকম ঘটনা ঘটার পর এক সৈন্য নিজের ফোন থেকে সিম কার্ড সরিয়ে নেয়। আর অনলাইনে যাওয়া বন্ধ করে দেয় সে। তা ছাড়া ফোনের হটস্পটও লক করে রাখে ওই সৈন্য। এস্তোনিয়ার সৈন্যদের অভিযান চলাকালীন ফোন ব্যবহার করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এখন প্রশ্ন হলো এই হ্যাকিং কতটা গুরুতর? এই হ্যাকিং খুব একটা গুরুতর কিছু নয় বলে জানিয়েছে ন্যাটো কর্মকর্তারা। ন্যাটো কর্মকর্তারা মনে করেন এই হ্যাকিং করার মাধ্যমে রুশরা যে মার্কিন সৈন্যদের পর্যবেক্ষণ করছে তা জানান দিয়েছে। তা ছাড়া এই হ্যাক বের করে ফেলতে পারে ন্যাটো বাহিনী নির্ধারিত অঞ্চলে কতজন লোকবল নিয়ে অভিযান চালাচ্ছে। হ্যাক হওয়া ফোনগুলো নিরাপদ কোন নেটওয়ার্কে সংযুক্ত হলে এগুলো ট্রোজান হর্স হিসেবে সৈন্যদের জন্য বিপদের কারণ হবে। সেক্ষেত্রে ফোন হ্যাক হওয়ার ঝুঁকিকে আমলে নিয়ে সেনাবাহিনীকে স্মার্টফোন নীতিমালায় পরিবর্তন নিয়ে আসতে হবে।