নিবন্ধনে অনুৎসাহিত করতে সক্রিয় রোহিঙ্গা চক্র

0
0

নিজ দেশের সরকারি বাহিনীর হাতে মার খেয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা যখন তৃষ্ণার্ত, তখন তাদের জন্য নলকূপ বসিয়ে মুখে পানি তুলে দিচ্ছে এক দল বাংলাদেশি।তল্পিতল্পা কাঁধে নিয়ে যখন রোহিঙ্গা বৃদ্ধা বা শিশুটি হাঁটতে পারছে না, তখন তাদের কাঁধের বস্তা নিজের কাঁধে তুলে নিচ্ছে এ দেশের কেউ।বৃষ্টিতে কাকভেজা রোহিঙ্গা পরিবারকে ত্রিপলের ঘর বানিয়ে আশ্রয় দিয়ে মুখে খাবার তুলে দিয়ে বাঁচিয়ে রাখছে বাঙালি।নিউমোনিয়া আক্রান্ত রোহিঙ্গা শিশুকে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিয়ে বাঁচিয়ে তুলছেন এ দেশের চিকিৎসক।

প্রসববেদনায় কাতর রোহিঙ্গা নারীর পাশে মায়ের মমতা নিয়ে দাঁড়িয়ে নবজাতককে সুন্দর কাপড়ে মুড়িয়ে আদরে বুকে টেনে নিচ্ছে বাঙালি নারী।চোখ ভিজিয়ে দেওয়া এ রকম হাজারো গল্প প্রতিনিয়ত রচিত হচ্ছে কক্সবাজারের মাটিতে। আট দিন ধরে রোহিঙ্গা আশ্রয়পল্লীগুলো ঘুরে দেখা গেছে এসব চিত্র। এমন মানবিকতার নিদর্শনে অভিভূত রোহিঙ্গারা। অতীতে একাধিক দফায় নানা চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলেও এবারের মতো মানবিক বাংলাদেশকে তারা আগে দেখেনি বলে জানিয়েছে। প্রবীণ রোহিঙ্গা নারী ও তিন দফা বাংলাদেশে অনুপ্রবেশকারী আয়েশা খাতুন বুধবার কুতুপালং ক্যাম্পে দাঁড়িয়ে আলাপকালে নিজস্ব ভাষায় অকপটে বলেন, ‘এমন বাংলাদেশ আগে দেখিনি। এবার মনে হচ্ছে এটি অন্য এক বাংলাদেশ।বাংলাদেশের মানুষ যে আমাদের এভাবে সহযোগিতা দেবে সেটা কল্পনাও করতে পারিনি।

জানা গেল, ৬৫ বছর বয়সী এই নারী প্রথম বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন ১৯৯২ সালে। এরপর ২০১২ সালে এবং সর্বশেষ গত মাসের প্রথম সপ্তাহে তিনি আসেন। এবারের অভিজ্ঞতায় তিনি অভিভূত। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরে ত্রাণ সংগ্রহ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আঞ্জুমান ফেরদৌসীর নেতৃত্বে একটি দল। পরে সেই অর্থ পাঠানো হয় উখিয়ায়। একইভাবে গানের সুরে সুরে ত্রাণের জন্য চট্টগ্রাম নগরে টাকা তোলে একদল যুবক। তারা এই টাকা পাঠিয়ে দেয় টেকনাফে। ফেসবুকে পোস্ট দিয়ে রোহিঙ্গাদের জন্য টাকা তুলে ত্রাণ নিয়ে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ, সাকিল, হান্নানসহ অনেকে। তারা রাজশাহী থেকে কক্সবাজারে এসে রোহিঙ্গা শিশুদের পোশাক বিতরণ করে। গত সোমবার তাদের সঙ্গে দেখা হয় কুতুপালং ক্যাম্পে। শিক্ষার্থীরা জানায়, তারা কয়েক বন্ধু মিলে ফেসবুকে ইভেন্ট খুলে ত্রাণের টাকা সংগ্রহ করেছে।
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার আবু খাদ্য পাঠিয়েছেন রোহিঙ্গাদের জন্য। তার ছোট ভাই আবু তাহের খাবারের সঙ্গে নগদ টাকা বিতরণ করছেন।সাতকানিয়ার কেঁওচিয়ার শামসুল ইসলাম ব্যস্ত রোহিঙ্গাদের জন্য খাবার পানির ব্যবস্থা করতে। তিনি টানা কয়েক দিন কক্সবাজারে অবস্থান করে নলকূপ বসানোর কাজ তদারকি করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ব্যবসায়ী সমিতির নেতারাও আসেন ত্রাণের টাকা নিয়ে।মিয়ানমার থেকে পালিয়ে আসা বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা’ বাংলাদেশ সরকার ঘোষিত বায়োমেট্রিক নিবন্ধনে আগ্রহী নয়। এর পরিবর্তে তারা ত্রাণের স্লিপ, ত্রিপল, কম্বল, পলিথিন ও ঘর বাঁধার স্থান নির্ধারণেরই বেশি ব্যস্ত। তবে দু’টি কারণে তারা বায়োমেট্রিক নিবন্ধনের অনিহা দেখাচ্ছেন। এক হলো রাষ্ট্রের চেয়ে জাতিগত স্বীকৃতি ও অন্যটি মিয়ানমারের একটি চক্রের নেতিবাচক প্ররোচনা।সরেজমিনে দেখা গেছে, রোহিঙ্গাদেরই একটি চক্র ক্যাম্পে ক্যাম্পে ঘুরে বর্তমান পদ্ধতিতে নাম নিবন্ধন না করার জন্য নির্দেশ দিচ্ছে, প্রচারণা চালাচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাসকারী পুরাতন রোহিঙ্গারাই এতে বেশি ভূমিকা রাখছে বলেও অভিযোগ মিলেছে। সরকারের তরফ থেকে প্রতিটি ক্যাম্পের রোহিঙ্গাদের নিবন্ধনের জন্য অনুরোধ জানিয়েও আশাতীত ফল পাওয়া যাচ্ছে না। নারী-পুরুষ সব রোহিঙ্গা রাষ্ট্রের পরিবর্তে তাদের জাতিসত্তা ও ধর্মকেই বড় করে দেখছে, বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণেই রোহিঙ্গাদের নাম নিবন্ধনে আশাতীত ফল পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত মাত্র ৬৭ হাজার রোহিঙ্গা নাম নিবন্ধন করেছে। ত্রাণ মন্ত্রণালয় ও কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের নিবন্ধন ক্যাম্প সূত্র জানায়, এ পর্যন্ত ৬৭ হাজার রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪ অক্টোরব পর্যন্ত ৬১ হাজার রোহিঙ্গা তাদের নিবন্ধন করেছে। বাকীরা বৃহস্পতিবার নিবন্ধন করে। আগামী ৬ মাসের মধ্যে সব রোহিঙ্গার নাম নিবন্ধন শেষ হবে। আরো যদি রোহিঙ্গারা বাংলাদেশে আসে তবে তাদেরও নিবন্ধনের আওতায় আনা হবে। নিবন্ধনের সময় সবার ব্যক্তিগত তথ্য সংগ্রহের পর ডাটাবেজে করা হয়। এতে নাম, পিতা-মাতার নাম, পরিবারের সদস্য সংখ্যা, দেশের নাম, মিয়ানমারের স্থায়ী ঠিকানা, ধর্ম, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, পেশার তথ্য থাকে। এসব তথ্য নেয়ার পর ছবি তোলা হয়। একই সঙ্গে প্রত্যেকের আঙ্গুলের ছাপ নেয়া হয়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর যে ভাবে বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য বায়োমেট্রিক নিবন্ধনের মাধ্যমে ডাটাবেজে ধারণ করে, একই ভাবেই রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন শেষ হচ্ছে।নিবন্ধনের সময় নাগরিকত্বের ঘরে ‘মিয়ানমার’ লেখা নিয়ে আপত্তি রোহিঙ্গাদের। প্রথমে এতে তাদের ব্যাপক আগ্রহ থাকলেও শুরুর এক সপ্তাহের মধ্যেই তারা হঠাৎ করে বেঁকে বসে। নিবন্ধনে অনাগ্রহ দেখায়। নাগরিকত্বের ঘরে ‘রোহিঙ্গা মুসলিম’ লেখার দাবি তোলে। এরপরই বায়োমেট্রিক নিবন্ধনে ভাটা পড়ে। তারা নিবন্ধন ক্যাম্পে আসা বন্ধ করে দেয়। এসময় অল্প সংখ্যক রোহিঙ্গার নাম নিবন্ধন সম্পন্ন হয়।তবে, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধনের কাজে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা জানান, আস্তে আস্তে নিবন্ধনের জন্য রোহিঙ্গারা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। এখন প্রতিদিন প্রায় ৬ হাজার রোহিঙ্গা নিবন্ধনের জন্য আসছে। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নারী-শিশু ও পুরুষদের নিবন্ধন করা হচ্ছে। নিবন্ধন বুথের সংখ্যাও আরো বাড়ানো হবে। রাখাইন রাজ্যের মংডুর ডিভলতলি গ্রামের হোক্কাইডং প্রাথমিক স্কুলের শিক্ষক ও থেইংখালি ক্যাম্পের নুর হোসেন জানান, আমরা রোহিঙ্গা মুসলমান হিসেবেই পরিচয় দিতে চাই। সারা বিশ্বে আমরা সেই পরিচয় দিচ্ছি। মিয়ানমারের কাগজপত্রেও তা লেখা আছে। এখানেও আমরা ওইভাবেই আমাদের পরিচয় দিতে চাই। এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ক্যাম্পের মাঝিরা (মাতবর) যে সিদ্ধান্ত দেবে সবাই তাই করবে।

অনেকের সঙ্গেই কথা বলে জানা গেছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বসবাস করা পুরাতন রোহিঙ্গাদের পরামর্শেই নতুন রোহিঙ্গারা নিবন্ধন থেকে পিছিয়ে এসেছে। বিশেষ করে নতুন এবং পুরাতনদের মধ্যে যারা রাখাইন রাজ্যে অবস্থানকালে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তারাই বিষয়টিকে জটিল করে তুলেছেন। এ ক্ষেত্রে তাদের নেতিবাচক ভূমিকাই দায়ী। কুতুপালং ক্যাম্পের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর ভলান্টিয়ার লুতফুন্নাহার শেফা জানান, নাম নিবন্ধনে রোহিঙ্গাদের আগ্রহ কম। নাম নিবন্ধনের চেয়ে তারা থাকার জন্য জায়গা ও ত্রাণের জন্য বেশি আগ্রহী। কোথায় এদিকে,রাখাইনের রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর দমন অভিযান থামাতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ অথবা সাহায্য বন্ধের মত এসেছে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা ও কর্মকর্তার কাছ থেকে।তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি প্যাট্রিক মার্ফি বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে রোহিঙ্গা সঙ্কট নিয়ে শুনানিতে এ মত উঠে আসে।রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত ২৫ অগাস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন, সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে গ্রামের পর গ্রাম।মিয়ানমারের নেত্রী সু চি সেনাবাহিনীর এই অভিযানকে ‘সন্ত্রাসীদের বিনেিদ্ধ লড়াই’ হিসেবে বর্ণনা করলেও জাতিসংঘ একে চিহ্নিত করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।

রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সেখানে যেতে দিচ্ছে না মিয়ানমার সরকার। এমনকি সেখানে আইসিআরসি ছাড়া অন্য কোনো সংস্থাকে ত্রাণ দিতেও বাধা দেওয়া হচ্ছে।এর মাশুল গুণতে হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে। বিপুল সংখ্যক মানুষের জন্য খাবার, পানি, আশ্রয় আর নূন্যতম চাহিদাগুলো মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।মিয়ানমার সরকারের এই ভূমিকার কারণে নোবেল বিজয়ী সু চির সমালোচনায় মুখর হয়েছে পশ্চিমা মিত্ররাও, যাদের কাছে এক সময় তিনি ছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির গণতন্ত্রের প্রতীক। মার্কিন আইন প্রণেতাদের অনেকেই মিয়ানমারের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য এড রয়েস বলেন, সর্বশেষ বিবৃতিতেও সু চি ‘জাতিগত নির্মূল অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন, যা সঠিক নয়। যারা ওই সহিংসতার জন্য দায়ী, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। সু চি এবং তার দেশের সেনাবাহিনীকে এই চ্যালেঞ্জ নিতে হবে। এটা অবশ্যই জাতিগত নির্মূল অভিযান।”

মিয়ানমার ও দেশটির সেনাবাহিনীর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি যারা তুলেছেন, পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ডেমোক্র্যাটদের জ্যেষ্ঠ প্রতিনিধি এলিয়ট অ্যাঙ্গেল তাদের একজন।আন্তর্জাতিক তদন্তকারীদের রাখাইনে যাওয়ার সুযোগ দিতে সু চির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রিপাবলিকান কংগ্রেস সদস্য স্কট পেরি বলেন, আমরা এখানে স্যুট পরে বসে আছি, আর ওখানে মানুষ খুন হচ্ছে, তাদের নিজের দেশ থেকে উৎখাত করা হচ্ছে। কাউকে না কাউকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পেছনে কারা আছে- তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান মার্ফি।জাতিসংঘের তদন্তকারীদের রাখাইনে প্রবেশের অনুমতি দেওয়ার আগ পর্যন্ত মিয়ানমার সরকারকে মার্কিন সাহায্য বন্ধ রাখলে ফল পাওয়া যাবে কি না- তা ভেবে দেখার আহ্বান জানান পররাষ্ট্র বিষয়ক কমিটির এশিয়া বিষয়ক উপ কমিটির প্রধান কংগ্রেস সদস্য টেড ইয়োহোউএসএআইডির প্রতিনিধি কেট সমভংসিরি বলেন, বিষয়টি বিবেচনা করা হবে। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে আমাদের অবশ্যই সব বিকল্প বিবেচনা করে দেখতে হবে।