ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে ২০ জনের মৃত্যু

0
0

ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো অন্তত ২০ জন। আজ শুক্রবার বিবিসি জানায়, মধ্য আমেরিকার ওই দেশগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের কারণে সৃষ্টি হওয়া অতিবৃষ্টিতে ভূমিধস ও বন্যা শুরু হয়েছে। এতে ভেঙে গেছে সেতু, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। ন্যাটের আঘাতে কোস্টারিকায় বিশুদ্ধ পানির অভাবে রয়েছে প্রায় চার লাখ বাসিন্দা। আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তাদের অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠেছে। সেখানে প্রাণ গেছে অন্তত ছয়জনের। আর নিকারাগুয়ায় ১১ জন ও হন্ডুরাসে আরো তিনজনের প্রাণ গেছে।

এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায় আরেকটি ৫ মাত্রার হারিকেন ইরমা। সেটির তাণ্ডবে নিহত হন কমপক্ষে ৩৭ জন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকশ বিলিয়ন ডলারের সম্পদের।