পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৮

0
202

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় এক পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বেলুচিস্তানের ঝাল মগসি জেলার দরগাহ ফতেহপুরে বৃহস্পতিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ওই দরগাহ’তে প্রচুর লোক জড়ো হন। আর এমন সময়েই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যুর এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ হামলাকে আত্মঘাতী হামলা বলে ধারনা করা হচ্ছে। আত্মঘাতী ওই বিস্ফোরক শিরনি’র জায়গাতে ঢোকার চেষ্টা করলেও নিরাপত্তা কর্মীরা তাকে থামিয়ে দেন। এ সময় তিনি বোমাটির বিস্ফোরণ ঘটান।