জাল সার্টিফিকেট ও নকল সীল প্রস্তুতকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

0
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম একটি বিশেষ অভিযান পরিচালনা করে জাল সার্টিফিকেট ও নকল সীল প্রস্তুতকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। গত ০৪/১০/১৭ তারিখ ফকিরাপুলস্থ কোমর গলির হাসেম আলীর বাড়ি হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম-১। মোঃ আব্দুল বারিক, ২। মোঃ মোহাম্মদ আলী, ৩। মোঃ সাব্বির হোসেন, ৪। মোঃ শহিদুল হক নিজাম ও ৫। মোঃ মোরশেদ ভূঁইয়া।

এ সময় তাদের হেফাজত হতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জের সীলসহ মোট নকল সীল ৫৭৭ টি, জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ১৪৫০ টি, কম্পিউটার ২টি এবং প্রিন্টার ১টি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের এ অপরাধের কথা স্বীকার করে। গ্রেফতারকৃতরা উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত সুক্ষভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জাল সার্টিফিকেট বিভিন্ন মাধ্যমে ট্রাভেল এজেন্সিতে সরবরাহ করার জন্য তৈরী ও মজুদ করেছে।

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা