রোহিঙ্গারা বাংলাদেশের সঙ্কটময় মানবিক চ্যালেঞ্জ

0
244

পাঁচ বছরের ওপরের রোহিঙ্গা শিশুদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের তিনটি কেন্দ্রে শিশুদের নিবন্ধন করা হচ্ছে। এত দিন ১২ বছরের নিচে কোনো রোহিঙ্গা শিশুর নিবন্ধন করা হয়নি। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত চার দিনে মোট ৫ হাজার ৯০০ শিশুর নিবন্ধন হয়েছে।রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধন শুরু হয় গত ১১ সেপ্টেম্বর রাতে। সেদিন ১০ জন রোহিঙ্গার নিবন্ধনের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৩ দিনে কক্সবাজারের উখিয়ার কুতুপালং, থাইংখালী এবং টেকনাফের নয়াপাড়া শিবিরে স্থাপিত মোট তিনটি কেন্দ্রে শিশুসহ ৬১ হাজার ৯৫০ জন রোহিঙ্গার নিবন্ধন হয়েছে। গতকাল এক দিনেই ৮ হাজার ৬৮২ জন রোহিঙ্গার নিবন্ধন হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন করছে। এতে সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ সেনাবাহিনী। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরও নিবন্ধন কার্যক্রমে যুক্ত রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।নিবন্ধন কার্যক্রম দেখতে গতকাল দুপুরে এই প্রতিবেদক কক্সবাজার শহর থেকে ৬২ কিলোমিটার দূরে উখিয়া উপজেলার থাইংখালী বাজারে যান। এই বাজারের পূর্ব পাশে থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে পৌঁছার পর দেখা যায় বিদ্যালয়ের মাঠে শিশুসহ শতাধিক রোহিঙ্গা নিবন্ধন করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। তবে শিশুদের জন্য পৃথক কোনো লাইন নেই। শিশুরা বাবা-মা বা স্বজনদের সঙ্গেই লাইনে দাঁড়িয়েছে।

নিবন্ধন শেষ হওয়ার কিছু সময় পরই শিশুদের দেওয়া হচ্ছে একটি ‘পরিচয়পত্র’। এই পরিচয়পত্রের ওপরের অংশে লেখা ‘মিয়ানমার ন্যাশনাল’স রেজিস্ট্রেশন কার্ড’। এর নিচে কার্ডের নম্বর, শিশুর নাম, ছবি, দেশ (মিয়ানমার), জন্মস্থান (মিয়ানমার), বয়স, লিঙ্গ, বাবা ও মায়ের নাম রয়েছে। পরিচয়পত্রের পেছনে মিয়ানমারে থাকার সময় শিশুটির পূর্ণাঙ্গ ঠিকানা রয়েছে। এ ছাড়া বাংলাদেশে প্রবেশের তারিখ এবং পরিচয়পত্র হস্তান্তরের তারিখও কার্ডে লেখা রয়েছে।সকালে পরিচয়পত্র পাওয়া শিশুদের একজন মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং থেকে আসা মো. হাসান (৮)। তার চোখেমুখে খুশির ঝিলিক। ফিতার সঙ্গে বাঁধা পরিচয়পত্রটি (লেমিনেটিংয়ে মোড়ানো) গলায় ঝুলিয়ে অন্য শিশুদের দেখাচ্ছে সে। তখনো পরিচয়পত্র না পাওয়া অন্য শিশুরা বিস্ময়ের চোখে দেখছে তা। কয়েকটি শিশু ছুঁয়ে দেখল হাসানের পরিচয়পত্রটি।

থাইংখালীর এই নিবন্ধনকেন্দ্র নতুন হয়েছে। নিবন্ধন কার্যক্রমে গতি বাড়াতে গত সপ্তাহে এই কেন্দ্র চালু করা হয় বলে জানান কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, শুরুতে উখিয়া ও টেকনাফের দুটি কেন্দ্রে রোহিঙ্গাদের নিবন্ধন শুরু হয়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে উখিয়া ও টেকনাফে আরও পাঁচটি নিবন্ধনকেন্দ্র চালু করা হবে। তখন নিববন্ধন কার্যক্রমে আরও গতি আসবে।

থাইংখালীর নিবন্ধনকেন্দ্রের সামনে কথা হয় রাখাইন রাজ্যের ঢেঁকিবুনিয়া থেকে আসা খতিজা বেগম (৪৫) ও নবী হোসেনের (৩৮) সঙ্গে। তাঁরা বলেন, কার্ড না থাকলে ত্রাণসহায়তাসহ চিকিৎসাসেবা পাওয়া যাবে না এমন কথা শুনেছেন। তাই নিবন্ধন নিয়ে রোহিঙ্গাদের মধ্যে আগ্রহ বেড়েছে।রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধন কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি বলেন, নিবন্ধনে রোহিঙ্গাদের আগ্রহী করতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রচারণা চালাচ্ছেন তাঁরা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এর মধ্যে শিশু ২ লাখ ৪০ হাজার। এ ছাড়া আগে থেকে কক্সবাজারে অবস্থান করছে আরও ৫ লাখের বেশি রোহিঙ্গা।কুতুপালং পুরনো ‘রেজিস্টার ক্যাম্পে’র সামনের বাজারে দেখা জাফর আলমের সঙ্গে। তিনি একজন রোহিঙ্গানেতা। বাংলাদেশে এসেছেন ১৯৯২ সালে। জাফর আলম টেলিফোনে খবর নিচ্ছিলেন মিয়ানমারের বুচিদং-রাচিদং সীমান্তের খাদিরবিল এলাকায় বসবাসরত তার মামা কাজি আলহাজ্ ওসমান আলির। সম্ভ্রান্ত মুসলিম পারিবারের সদস্য ওসমান আলির অন্য তিন ভাই চার দিন আগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে এখন বাংলাদেশ সীমান্তের ওপারে নাফ নদীর পাড়ে অপেক্ষা করছেন। এক সময় জাফর আলম ফোন ধরিয়ে দিলেন এ প্রতিবেদককে।

টেলিফোনে ওসমান আলি বলছিলেন, খাদির বিল ইউনিয়নের চারবারের সাবেক উক্কাডা (চেয়ারম্যান) ছিলেন তিনি। খাদির বিলের বনেদি এ পরিবার অর্থের পাশাপাশি সামাজিকভাবেও বেশ প্রভাবশালী। তাদের কৃষিজমি এক হাজার একরেরও বেশি। প্রায় ৪শতাধিক কৃষিশ্রমিক কাজ করতেন তাদের পরিবারে। গরু-মহিষের সংখ্যা শতাধিক। আছে একশ একরের বেশি মাছের খামার। ২০০ বছরের পুরনো বাড়ি ও বাগান। সারাজীবনই সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ছিলো তাদের। দীর্ঘক্ষণ তার ফোনালাপে ওপার থেকে ভেসে আসছিল কান্নার শব্দ।হাজি ওসমান বলেন, উত্তর আরাকানজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞের মধ্যেও বুচিদং-রাচিদংয়ের সীমান্তবর্তী মইদং, জাংহামা, জাংহামা উত্তর ও পূর্ব পাড়া, চাংগানা, পালিপাড়াসহ আশপাশের গ্রামগুলো ছিল তুলনামূলক নিরাপদ। এখানকার গ্রামগুলোও অন্য এলাকা থেকে একটু বড় এবং প্রায় প্রতিটি গ্রামই এক একটি ইউনিয়ন। মিয়ানমারের ওপর সারা বিশ্বের চাপ এবং অং সান সুচির বক্তব্যের পর এখানকার বাসিন্দারা কিছুটা আশান্বিত হয়েছিলেন। কিন্তু তা বেশিক্ষণ থাকেনি। বিশেষ করে ২৫ সেপ্টেম্বরের পর থেকে। এরপরই এইসব এলাকার সবাই বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেয় এবং তারাই এখন আসা রোহিঙ্গাদের সিংহভাগ। রাখাইনে বর্বর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৯ লাখ মিয়ানমারের নাগরিক আশ্রয় নিয়েছে। এটা এদিকে, বাংলাদেশের জন্য সঙ্কটময় মানবিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। জাতিসংঘের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কো-অর্ডিনেটর (আন্ডার সেক্রেটারী) মার্ক লোকক ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্থনি লেকওকে পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী এসব কথা বলেন। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘের এই দুই কর্মকর্তা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। তারা দুজনই ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন।পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। সফরকালে সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়াও রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং এলাকার নতুন রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেন দুই প্রতিনিধি। সেখানে স্থানীয় প্রশাসন ও ত্রাণকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন তারা।

অন্যদিকে, রাখাইন রাজ্যে নির্যাতন ও গণহত্যার ঘটনায় পালিয়ে নতুন করে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৫ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরানোর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (০৩ অক্টোবর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ নিরাপত্তা সংলাপে এ ঐক্যমত্যে পৌঁছায় দুই দেশ। বুধবার (ও৪ অক্টোবর) দুপুরে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জরুরি মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশাংসা করে। বাংলাদেশও এ বিষয়ে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক আবিদা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহকারী মন্ত্রী মাইকেল মিলার যৌথভাবে সংলাপে সভাপতিত্ব করেন।সংলাপে গুরুত্ব পেয়েছে আঞ্চলিক নিরাপত্তার প্রতিবন্ধকতার বিষয়াবলী। পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগে ত্রাণ বিতরণে অংশীদারিত্ব বৃদ্ধির প্রচেষ্টা, শান্তিরক্ষা, প্রতিরক্ষা বাণিজ্য, সামরিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবেলা, সমুদ্রসীমার নিরাপত্তা ও আঞ্চলিক প্রতিরক্ষা বিষয় নিয়েও আলোচনা হয়।
২০১২ সালে শুরু হওয়া এই সংলাপে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিরাপত্তা সম্পর্ক ও এই অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধির বিষয়াবলী স্থান পেয়ে থাকে।

২০১৮ সালে ঢাকায় সুবিধাজনক সময়ে দুই দেশের মধ্যে ৭ম সংলাপ অনুষ্ঠিত হবে বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বালুখালির পানবাজার পার হয়ে ঢালার মুখ এলাকায় অস্থায়ী ক্যাম্পের সামনে বস্তা পোটলা নিয়ে মিয়ানমার থেকে আসা নতুন রোহিঙ্গাদের জটলা। এরই এক কোনায় রাস্তার পাশে গাছের ছায়ায় পরিবারের ১১ সদস্য নিয়ে বসে আছেন ইউনুস আলি। তিনি ছাড়াও এখানে একই সঙ্গে এসেছে আরো চল্লিশ পরিবার।

মিয়ানমারের পূর্ব বুচিদংয়ের কেগ্র“ডং পাড়া থেকে কক্সবাজারের উখিয়ার এই অস্থায়ী ক্যাম্পে আসতে ইউনুস আলীর পরিবারের লেগেছে নয় দিন। এই নয়দিন তার ৬০ বছরের জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতার জন্ম দিয়েছে। তবে সব চেয়ে আতংকে কেটেছে সেনাবাহিনীর কাছে আটক হয়ে কাটানো দুই দিন দুই রাত।

রাখাইনে সহিংসতা শুরু হওয়ার পর থেকেই আতংকে ছিলেন তারা। বিশেষ করে কোরবানির ঈদ থেকেই সময় কেটেছে অবরুদ্ধ অবস্থায়। পুরো গ্রামের আড়াই হাজার মানুষকে ঘরবন্দি করে ফেলে স্থানীয় মগরা। ইউনুস আলি বললেন, ক্ষেতের ধান পেকে ঝরে যাচ্ছে, আমরা সে মুখো হতে পারিনি। গরুগুলো দিনের পর দিন গোয়ালে বন্দি, উপোস। বাড়ির সামনের পুকুরে পর্যন্ত যেতে পারিনি। বাজার সদাই বন্ধ ছিলো। কোন রকমে বাড়িতে যা ছিলো তা খেয়ে না খেয়ে কেটেছে দু:স্বপ্নের দিনগুলো। কয়েক সপ্তাহ এভাবে ঘরবন্দি অবস্থায় কাটানোর পর অবশেষে একরাতে ঘর ছেড়ে বেরিয়ে আসি।তিনি বলেন, সারা রাত ও পরের দিন বিকাল পর্যন্ত এক টানা হেঁটে বুচিদং ঢালা পেরুনোর পর হাউয়ার বিল এলাকায় আমাদের পথরোধ করে রাখাইন মগরা। কিন্তু সেখানে পথরোধ করা মগদের তুলনায় পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের সেই অবরোধ বেশিক্ষণ থাকেনি। তারা এক সময় পথ ছেড়ে চলে যায়। এরপর আমরা আবারো হাঁটা শুরু করি। দ্বিতীয় রাতটাও কাটে রাস্তায় হাঁটতে হাঁটতে। যখন পরিবারের সদস্যরা আর হাঁটতে পারছিলো না, তখন ক্ষেতের আইলে আশ্রয় নিয়ে একটু থামি।তৃতীয় দিন বিকেলের দিকে আবার মগদের আক্রমণের শিকার হই আমরা। এসময় আমাদের ঘিরে ফেলে মগরা। এবার সংখ্যায় তারা অনেক বেশি। আমাদের বাগে পেয়ে লুটপাটের পাশাপাশি মেয়েদের ওপরও নির্যাতন চালায়। নারীদের বুকে ও গোপনাঙ্গে লুকানো টাকা পয়সা কেড়ে নেয়।এ সময় পাশের একজন মেয়েকে দেখিয়ে ইউনুস আলি বলেন, মেয়েটির নাম আরজু। লুটপাটের সময় লুকানো টাকার জন্য তার গোপনাঙ্গ পর্যন্ত হাতিয়ে দেখেছে মগরা। এসময় আরজুর মা মগদের পা ধরলে তার পা ভেঙে দেওয়া হয়েছে লাঠির আঘাতে।

ইউনুস আলি বলেন, পঞ্চম দিনে কিছু দূর আসার পর ধাউয়ার বিল এলাকায় সেনাবাহিনী পথ রোধ করে। আরো ভয় পেয়ে যাই। এক সেনা কর্মকর্তা ডেকে নিয়ে বলেন, তোরা পাড়ায় ফিরে যা। তোদের কিছু হবে না। এই বলে একটি স্কুলে নিয়ে আটকে রাখে পুরো দলের সবাইকে। দুদিন, দুরাত কেটেছে দু:সহ অবস্থায়। এ সময় সেনাবাহিনী এক দানা খাবার বা এক ফোঁটা পানি খেতে দেয়নি। এই স্কুলে আমাদের মতো আরো ৫৪৫ রোহিঙ্গা পরিবারকে আগে থেকেই আটকে রাখা হয়েছিলো। আকটকৃত রোহিঙ্গাদের মধ্যে থেকে প্রায়ই সুন্দরী বউ-বেটিদের ধরে নিয়ে গিয়ে জুমুল করতো সেনা সদস্যরা। একটি মেয়ের ওপর এক সঙ্গে ৮/১০ জন পুরুষ চড়াও হতো। অত্যাচার সহ্য করতে না পেরে দুদিনে ৫ জন মেয়ে মারাও যায়। অনেকেই অসুস্থ হয়ে পড়ে।