নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

0
224

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে এবং অগ্রদূত বাংলাদেশ গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ এর বাস্তবায়নে নাচোল উপজেলার ৯জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বুধবার সকাল ১০টায় ইলামিত্র গণপাঠাগার ও সাংস্কৃতি চর্চা কেন্দ্রে অগ্রদূত বাংলাদেশ গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ এর নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান,জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ,আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম ,প্রভাষক তোহিদুর রহমান শাহীন,নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম সহ প্রমুখ।

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি