আবারো কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী বন্যা শুরু হয়েছে। টানা ১০ দিন যাবত চলছে মুসুলধারে বৃষ্টি। বৃষ্টি ও উজান থেকে নেমা আসা পাহাড়ী ঢলে ৩য় বারের রোপা আমন ধান খোয়া গেছে । চলছে কৃষকের আরতনাদ, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে আছে শুধু বৃষ্টির কারণে। এভাবে আর কিছুদিন বৃষ্টি চলতে থাকলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা কাজের অভাবে অনাহারে থাকতে হবে বলে ধারনা করছেন এলাকাবাসী। বৃষ্টি যেন ছাড়ছে ১০ দিন থেকেই। রৌমারী উপজেলার এমপি পাড়া (বারবান্দা) গ্রামের কৃষক আবুল হোসেন জানান, অতিরিক্ত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী লাল পানিতে আমাদের খেতের আমন ধান পানির নিচে পইড়া আছে ১০ দিন যাবত, আল্লায় জানে ধানের কপালে কি আছে। ওই একই এলাকার কৃষক ভিু মিয়া জানান, এইবার নিয়া তিন বার আমাগো আমন ধান খাইয়া গেল, অহন আমাগো বউ-পোলাহান কেমনে বাঁচপো। সরজমিন মংগলবার সকাল দশটায় রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বারবান্দা বাজারে গিয়ে দেখা যায়, বন্যার আরো ভয়াবহ নানা চিত্র ।
রৌমারী সদর থেকে বারবান্দা বাজার, চুলিয়ারচর বাজার, গোয়ালগ্রাম বাজারসহ রয়েছে প্রায় শতাধিক গ্রাম । প্রতিটি গ্রামেই এখন শুধু পানি আর পানিতে ভাসছে। বারবান্দা এলাকার মেম্বার হেলাল মিয়া জানান, রৌমারী সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটিও পানিতে তলিয়ে গেছে। এখন নৌকা ছাড়া রৌমারীতে যাবার আর কোন মাধ্যম নাই । তিনি আরো জানান, টানা দশ দিন থেকে চলছে ভারী বরষন সাথে যোগ হয়েছে ভারতের মেঘালয় থেকে লাল ঘোলা পানি তীরের গতিতে জিনজিরাম নদী ভরে দু’ তীর উপছে ফসলী জমি তলিয়ে এখন গ্রামে গ্রামে পানি ঢুকছে । গোয়ালগ্রাম এলাকার মেম্বার কলিম উদ্দিন জানান, আমরা এলাকার যাবতীয় ফসলী জমি ও পাড়ায় পাড়ায় পানি ঢুকে ৫ শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে । হয়েছে অনেক য়-তি, গ্রামের রাস্তাসহ রৌমারী সদরের যাতায়াতের রাস্তাও ভেঙে চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। অপরদিকে রাজিবপুর উপজেলারও হাজার হাজার বিঘা রোপা আমনের তে তলিয়ে গেছে। সকল প্রকার কাঁচা রাস্তা ভেঙে চুরমার হয়েগেছে কয়েক দিনেই। বালেমারী এলাকার সমাজ সেবক মাষ্টার আকুল মিয়া জানান, পুজার ছুটিতে বেড়াতে গিয়েছিলাম খাগড়াছড়িতে, সেখান থেকে ফিরে এসে দেখি পুড়া এলাকা বন্যার পানিতে ভাসছে । চলে গেছে হাজার হাজার বিঘা আমনের তে ও শত শত মাছ ভরা পুকর । তিনি আরো জানান, হওয়া ধান আর পুকুরের মাছ হারিয়ে এলাকায় চলছে এখন শোকের মাতম ।রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, এবারের বন্যায় আমাদের নয়াচর নতুন পাড়া, চরনেওয়াজী, ব্যাপারীপাড়া, ফকির পাড়া, বড়বেড় চর, কিতরনতারীচর, শিকারপুরচরসহ সব এলাকাতেই শুধু পানি আর পানি । প্রায় দশ হাজার পরিবার পানি বন্ধি হয়ে পড়েছে। আবাদ বলতে কিছু নেই সবই নিয়ে গেছে এই অসময়ের বন্যা নামক রাসে ।
কোদালকাটি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু জানান, রাজিবপুর সদর থেকে আমাদের চলাচল একেবারেই বন্ধ, নৌকা ছাড়া কোন যায়গায় যাতায়াত করা যাবে না । যেমন চলছে পানির তান্ডব তেমনী চলছে নদী ভাঙার গজব । কিভাবে এলাকর লোকজন বাঁচবে আল্লাহ-মামুদ ছাড়া কেউ জানে না।বিষয়টি নিয়ে রাজিবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম মোবাইলফোনে কথা হলে তিনি জানান, বার বার বন্যায় এলাকার মানুষের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে গেছে । তারপরও আমরা হতাশ না,উপরে জানানো হয়েছে, অচিরেই সাহায্য সহযোগিতা পাওয়া যাবে।
বন্যায় আরো তি হয়েছে রৌমারী বাজার থেকে কুড়িগ্রাম যাতায়াতের জন্য রৌমারী- ফলুয়ারচর পাকা রাস্তাটিও যাতায়াতের অযোগ্য হয়েছে। জরুরী ভিত্ত্বিতে রাস্তাটি মেরামত না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুরঘটনা।