৩৯ দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার খুলছে সুপ্রিম কোর্ট

0
0

৩৯ দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার খুলছে সুপ্রিম কোর্ট। ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিচারিক কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেন, ‘আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে প্রধান বিচারপতি ও আপিল, হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শুরু হবে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের গার্ডেন এলাকা জুড়ে ত্রিপল দিয়ে প্যান্ডেল করা হয়েছে।’

অবকাশের পর পুরোদমে বিচার কাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৪টি দ্বৈত বেঞ্চ,একটি বৃহত্তর বেঞ্চ এবং বাকিগুলো একক বেঞ্চ। এসব বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার (২ অক্টোবর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদালত খোলার পরই ষোড়শ সংশোধনী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৪ সংসদ সদস্যের পদে থাকার বৈধতা প্রশ্নে খারিজ রিটের রিভিউ হবে বলে জানা গেছে। এছাড়া মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারসহ বেশ কয়েকটি মামলার আপিল শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। এছাড়া নিম্ন আদালতের বিচারকদের চাকরির বিধির গেজেট, ভ্রাম্যমাণ আদালত, আইন সচিব নিয়োগ সংক্রান্ত মামলা,বিজিএমইএ ভবন,রোহিঙ্গা নিয়ে রিটের শুনানি,বিডিআর হত্যা মামলা ও ভারতীয় চ্যানেল সম্প্রচারসহ গুরুত্বপূর্ণ কতগুলো মামলার শুনানি ও রায় হবে।

সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার অনুযায়ী, ৩ অক্টোবর থেকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বিচারিক কার্যক্রম চলবে। ১৫ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হবে।