রোহিঙ্গাদের ফেরত নিতে ‘রাজি’ মিয়ানমার

0
0

বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া একটি যৌথ ওয়ার্কিং কমিটি তত্ত্বাবধান করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, খুব শিগগির মিয়ানমার সফরে যাবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার অালম বৈঠকে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল অাবুল হোসেনসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত রাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে। ২৫ অাগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর এটিই মিয়ানমারের কোন মন্ত্রীর বাংলাদেশে প্রথম সফর। তবে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কোন কর্মসূচি মিয়ানমারের মন্ত্রীর এই সফরে নেই। বৈঠক শেষেই তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।