প্রথম স্প্যান বসানোর মধ্যে দিয়ে পদ্মাসেতু দৃশ্যমান হয়ে ওঠার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশ পারে। আমরাও পারি। রোববার ভার্জিনিয়ার রিজ কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ওয়াশিংটন থেকে জানান, পদ্মা সেতুর দৃশ্যমান হয়ে ওঠায় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় আনন্দ প্রকাশ করেন। গলব্লাডার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা প্রধানমন্ত্রীকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিলেও তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের অনুষ্ঠানে অংশ নেন।মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের উদ্যোগ দেখে বিশ্ব নেতৃত্ব প্রশংসা করছে বলেও উল্লেখ করেন তিনি। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।