অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ৭ হাজার: আইওএম

0
0

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর এই পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ের জন্য পালিয়ে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। যা এখনও টেকনাফের শাহপরীরদ্বীপসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ অব্যাহত আছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে সাড়ে ৫ লাখ রোহিঙ্গা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’র মুখপাত্র লোম ক্রিসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ আগস্ট রাখাইনে সহিংস ঘটনার পর থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছে। একইভাবে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এখনও অব্যাহত রয়েছে। এভাবে চলতে থাকলে আগামীতে সাড়ে ৫ লাখ রোহিঙ্গা ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।ক্রিস বলেন, সরকারের নিয়ম অনুযায়ী আশ্রয়ের জন্য পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের জন্য উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে আবাসন, স্যানিটেশন, ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিদিন এসব মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা থেকে শুরু করে ‘আইওএম’ সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মিয়ানমার থেকে আশ্রয়ের জন্য আসা কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী মজুদ রাখতে ১৪টি গুদামের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে পাঁচটি গুদামের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সব কাজ শেষ হবে। এসব গুদাম থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ দায়িত্বরত সেনাবাহিনী ও জেলা প্রশাসন বিতরণ করবে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ত্রাণ গুদাম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ামন্ত্রী আরও বলেন, প্রতিনিয়ত রোহিঙ্গাদের ত্রাণ আসছে। এই পর্যন্ত ৯শ’ মেট্রিক টন চাল রোহিঙ্গাদের জন্য মজুদ রয়েছে এবং চাল আসা অব্যাহত রয়েছে। তবে কে কি দিলো তা বড় কিছু নয়। কারণ মানুষ মানুষের জন্য। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, কেউ না খেয়ে থাকবে না। আমরা খেলে রোহিঙ্গারাও খাবে। আমরা সেই লক্ষ্য নিয়ে তাদের খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করছি।এ সময় ত্রাণ সচিব শাহা কামালসহ সেনাবাহিনী, জাতিসংঘের প্রতিনিধি দল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।