পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশ যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চায়, কেননা মিয়ানমারে নির্যাতনের মুখে বাস্তুচ্যুত এই শরণার্থীদের কারণে বাংলাদেশকে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। মধ্য নভেম্বরে কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর সম্মেলনপূর্ব প্রস্তুতি সভা শুরু হয়েছে।রোববার দুই দিনব্যাপী রাজধানীর রেডিসন হোটলে এই আয়োজন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ পুলিশের সম্মিলিত উদ্যোগে এটি চলছে। কানাডায় অনুষ্ঠিতব্য মূল সম্মেলনপূর্ব তৃতীয় প্রস্তুতি সভা এটি। আগের দুইটি হয়েছে গত আগস্টে জাপান ও রুয়ান্ডায়।
সভায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ভাষণ দেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন। অন্যদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব, ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট মিজ লিজা এম বুটেনহেইম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোহিঙ্গা সংকট নিয়ে বলেন, বর্তমানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। মিয়ানমার থেকে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের নিয়ে বাংলাদেশ এক গভীর সংকটে পড়েছে। স্থানাভাব ও সম্পদের সীমাবদ্ধতার পরেও শুধু মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে।
প্রস্তুতি সভা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের সম্মেলনপূর্ব সভা আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অগ্রভাবে থাকতে চায়। এটা আরও প্রমাণ করে যে, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম উন্নত করার লক্ষ্যে বাস্তবিকভাবেই সংশ্লিষ্ট সবার সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।তিনি আশাপ্রকাশ করেন, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে আরও কীভাবে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে নিজ নিজ দেশ অংশগ্রহণ করতে পারে সেবিষয়ে এ সভায় ফলপ্রসূ আলোচনা হবে।জাতিসংঘ ও অন্যান্য ২২টি দেশের মোট ২০০ প্রতিনিধি এ প্রস্তুতি সভায় যোগদান করছেন। কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ভ্যাংকুভারে আগামী ১৪-১৫ নভেম্বর মূল সম্মেলনের আয়োজন হচ্ছে। বাংলাদেশ এ সম্মেলনের সহ-আয়োজক। প্রস্তুতি সভায় জাতিসংঘ সদর দফতরের উপ-সামরিক উপদেষ্টা মেজর জেনারেল হুগ ভেন রসেন, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার মেজরউদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে সঙ্কট নিরসনের জন্য পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। আমরা চাই, সে অনুযায়ী যত দ্রুত সম্ভব এ সঙ্কটের সমাধান করা হবে।আসছে নভেম্বরে জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন সামনে রেখে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল (ফিল্ড সাপোর্ট) লিসা এম বুটেনহেইমও সভার উদ্বোধনে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে জাতিগত নির্মূল অভিযানের মুখে গত ২৫ অগাস্টের পর থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।জায়গা আর সম্পদের সীমাবদ্ধতার পরও আমরা কেবল মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। এদের ছাড়াও আরও প্রায় চার লাখ রোহিঙ্গাকে গত তিন দশক ধরে আমরা আশ্রয় দিয়ে রেখেছি।
মন্ত্রী বলেন, মিয়ানমারের এই নাগরিকরা দীর্ঘদিন ধরে অবস্থান করায় বাংলাদেশের মানুষকে নানামুখী জটিলতার মুখে পড়তে হচ্ছে।গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমার তাদের সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে, মোতায়েন করেছে দুই ডিভিশন সেনা মোতায়েন।গত ২৫ অগাস্টের পর থেকে অন্তত ১৯ বার মিয়ানমারের হেলিকপ্টার ও ড্রোন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে, যাকে ‘উসকানিমূলক’ কর্মকা- হিসেবে দেখছে ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সঙ্কটের মূল কারণগুলো তুলে ধরে এর নিরসনে পাঁচ দফা প্রস্তাব দেন।মিয়ানমারে ‘জাতিগত নিধন’ বন্ধ করে সেখানে জাতিসংঘ মহাসচিবের নিজস্ব একটি অনুসন্ধানী দল পাঠানো, জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দিতে মিয়ানমারের ভেতরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষা বলয় গড়ে তোলা, রাখাইন থেকে বিতাড়িত সব রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের বাড়িঘরে ফিরিয়ে নেওয়া এবং কফি আনান কমিশনের সুপারিশের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে এসব প্রস্তাবে।রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মিনিস্টার উ কিয়া তিন্ত সোয়ে রোববার রাতে ঢাকা আসছেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে তার বৈঠক করার কথা।