ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের আওতায় নির্বাচন কমিশন (ইসি)’র সংগৃহিত তথ্য অনুযায়ী জেলার ৪৪ হাজার ৫৬৩ নতুন ভোটারের নিবন্ধন কাজ চলছে। এর আগে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বর্তমানে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নে ভোটারদের নিবন্ধন অর্থাৎ ছবি তোলার কাজ চলছে। দুইটি উপজেলায় চলমান নিবন্ধন কার্যক্রমের মধ্যে অপর উপজেলা-বড়াইগ্রামের রাজাপুর ইউনিয়নে শনিবার ছবি তোলার কাজ শেষ হয়েছে।ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হচ্ছে। তবে সংশ্লিষ্ট স্থানে জায়গা সংকুলান না হলে নিকটস্থ কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলবে। একটি ইউনিয়নে নিবন্ধন কাজ সম্পন্ন করতে গড়ে চারদিন সময় প্রয়োজন হচ্ছে বলে নিবন্ধন টিমের সদস্যরা জানান।
আগামী ১৯ অক্টোবর সিংড়া এবং ২১ অক্টোবর বড়াইগ্রাম উপজেলায় চলমান নিবন্ধন কার্যক্রম শেষ হবে। সর্বশেষ নাটোর সদর উপজেলায় চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে নভেম্বরের মধ্যে শেষ হবে। এর আগে গুরুদাসপুর, বাগাতিপাড়া, লালপুর এবং নলডাঙ্গা উপজেলায় নিবন্ধন কার্যক্রম শেষ হয়। জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন বলেন, নাটোর জেলার সাতটি উপজেলায় বিদ্যমান ভোটারের সংখ্যা ১২ লাখ ৬৯ হাজার ৯০৯ জন। বিদ্যমান ভোটারের ৩ দশমিক ৫ শতাংশ হারে নতুন ভোটারের প্রত্যাশিত সংখ্যা ছিল ৪৪ হাজার ৪৪৭ জন। তথ্য সংগ্রহ কার্যক্রমে সংগৃহিত ৪৪ হাজার ৫৬৩ জন নতুন ভোটারের নিবন্ধন কার্যক্রম আগামী মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।হালনাগাদ কার্যক্রমে সাতটি উপজেলায় বিদ্যমান ভোটার তালিকায় অন্তর্ভূক্ত থাকা মোট ২২ হাজার ২২২ জন মৃত ভোটারের নাম কর্তন ছাড়াও তালিকাভূক্ত ভোটার স্থানান্তরের ডাটা এন্ট্রির কাজও চলছে বলে জানান জেলা নির্বাচন অফিসার।