সাগর হত্যার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

0
0

ময়মনসিংহে চোর সন্দেহে কিশোর সাগরকে পিটিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি আক্কাস আলীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাফিজ আল আসাদ এই আদেশ দেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সাগর হত্যা মামলার প্রধান আসামি আক্কাস আলীর ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক পরিমল চন্দ্র। শুনানি শেষে আক্কাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তদন্ত কর্মকর্তা পরিমল চন্দ্র জানান, আগামীকাল রোববার থেকে আক্কাস আলীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হবে।ময়মনসিংহের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৪ একটি দল গতকাল শুক্রবার ভোরে ভৈরব উপজেলার শম্ভুপুর রেল এলাকা থেকে আক্কাসকে গ্রেপ্তার করে।

র‍্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরীফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আক্কাস সাগর হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকালই আক্কাসকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। গত সোমবার ভোরে গৌরীপুর উপজেলার চরশিরামপুর গ্রামে চোর সন্দেহে কিশোর সাগরকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পরদিন সাগরের বাবা শিপন মিয়া বাদী হয়ে ছয়জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন আক্কাস আলী, তাঁর ভাই হাসু, সাত্তার, জুয়েল, সোহেল ও কর্মচারী কাইয়ুম।

এর আগে মঙ্গল ও বুধবার এজাহারের বাইরে উপজেলার শ্রীরামপুর এলাকার রিয়াজ উদ্দিন (৩০) ও ফজলুর রহমানকে (৪০) গ্রেপ্তার করে গৌরীপুর থানার পুলিশ। প্রধান আসামি আক্কাস ছাড়া মামলার অন্য আসামিরা এখনো পলাতক।