শ্রীপুরে পূজা দেখতে গিয়ে ফুচকা খেয়ে নিহত ১ ॥ অসুস্থ্য- ৪

0
0

গাজীপুরের শ্রীপুরে পূজা দেখতে গিয়ে ফুচকা খেয়ে এক যুবক শনিবার মারা গেছে। এ ঘটনায় তার আরো চার বন্ধু অসুস্থ্য হয়েছে। নিহতের নাম কিশোর কুমার সাধক (২৩)। সে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রধান শিক্ষক নিতাই নন্দ সাধকের ছেলে।

শ্রীপুর মডেল থানার এসআই নাজমুল সাকীব ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে চার বন্ধুর সঙ্গে কিশোর কুমার স্থানীয় গিধোরিয়া বৈরাগীর এলাকায় পূজা মন্ডপ দেখতে যায়। সেখানে তারা মন্ডপের পাশে একটি ভ্রাম্যমান দোকান হতে ফুচকা কিনে খায়। ফুচকা খাওয়ার কিছু সময় পর হতে তারা অসুস্থ্য হয়ে পড়লে বাড়িতে ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়ে। বাসায় চিকিৎসা তাদেও চিকিৎসা দেওয়া হলেও অবস্থার কোন উন্নতি হয়নি। অবশেষে গুরুতর অসুস্থ্য অবস্থায় তাদেরকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেখান থেকে অসুস্থ্য অপর চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী কলেরা হাসপাতালে প্রেরণ করা হয়। অসুস্থ্যরা হলো- শ্রীপুরের লক্ষীপুর গ্রামের ননী গোপাল দাস (২২), তুষার দাস (২২) এবং গিধোরিয়া গ্রামের কার্তিক চন্দ্র বড়াই (২৩) ও রাজ চন্দ্র বড়াই (২২)। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ্য হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, হাসপাতালে আনার আগেই কিশোর মারা গেছে।