বান্দরবানে ৮০ রোহিঙ্গা শিশুর জন্ম, আরও ৪০০ গর্ভবতী

0
0

মিয়ানমারের সহিংসতায় বাংলাদেশে আশ্রয় নেয়া বান্দরবানের সাতটি আশ্রয়কেন্দ্রে ৮০ রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে। আরও ৪০০ গর্ভবতী নারী রয়েছেন। সাতটি আশ্রয়কেন্দ্রে এক বছর থেকে ১৪ বছর বয়সী শিশু রয়েছে ১১ হাজার ৬০৪। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অংসুই।

স্বাস্থ্য বিভাগ জানায়, মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এবং নাইক্ষ্যংছড়ি সদর- এ দুটি ইউনিয়নের ছয়টি রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১১ হাজার ৬০৪ জন শিশুকে পোলিও, নিজাস, রোবেলা টিকা এবং ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। তার মধ্যে ৫-১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৮ হাজার ৫০১ জন এবং দু’মাস থেকে ৫ বছরের মধ্যে শিশু রয়েছে ৩ হাজার ১০৩। আর সদ্য বাংলাদেশে জন্ম নেয়া ৮০ নবজাতক শিশু রয়েছে। এছাড়া ১০ হাজার ৯০৩ জন রোহিঙ্গা নারী-পুরুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেয়া হয়েছে। যাদের মধ্যে ৪০০ জন গর্ভবতী রোহিঙ্গা নারীও রয়েছেন। রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় নাইক্ষ্যংছড়িতে ৬টি মেডিকেল টিম কাজ করছে।