কক্সবাজারের চকরিয়ায় একটি চিংড়িঘের থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব ৭-এর একটি দল এ অভিযান চালায়। শুক্রবার বিকেলে র্যাব ৭-এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক মেজর রুহুল আমিন এ তথ্য জানান। আটক তিনজন হলেন আইয়ুম আলী, মো. আয়াছ ও মোহাম্মদ আবদুল হামিদ।
মেজর রুহুল জানান, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী চিংড়িঘেরে অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা অবস্থান করার খবরের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় ১৩টি অস্ত্র ও ৩০টি কার্তুজসহ তিন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় র্যাব। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি ওয়ান শুটারগান, ছয়টি একনলা বন্দুক, তিনটি কাটা রাইফেল।