গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরতœ শেখ হাসিনা’র ‘৭১ পদার্পণ’ উদ্যাপন

0
0

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, দেশরতœ শেখ হাসিনা’র ৭১ পদার্পণ উপলক্ষে পিপল্স থিয়েটার এসোসিয়েশন এর অঙ্গসংগঠনের ৭১জন শিশু-কিশোরদের ৭১টি মোমবাতি জ্বালিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে। মোমবাতি জ্বালানো শেষে পিপল্স থিয়েটার এসোসিয়েশনের নাট্য বন্ধুরা শিশু-কিশোরদের মাঝে চকোলেট বিতরণ করেন। উক্ত ভিন্নধর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপল্স থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

উল্লেখ্য, বিগত ২৭ বছর যাবত পিপলস থিয়েটার এসোসিয়েশন শিশু-কিশোর ও যুবনাট্য আন্দোলন পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশের ২৬২টি শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠন এই এসোসিয়েশনের অন্তর্ভুক্ত। ১৯৯৫ সাল থেকে জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ও যুব নাট্যোৎসব আয়োজন শুরু করে ইতোমধ্যে ৫টি যুব নাট্যোৎসব ও ১৩টি শিশু-কিশোর নাট্যোৎসব আয়োজন সফলভাবে সম্পন্ন করে। দেশের শিশুনাট্য ও যুবনাট্য আন্দোলনকে বেগবান করার পাশাপাশি শিশু নাটককে আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পিটিএ বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। পিটিএভুক্ত দলগুলো জার্মানী, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, কিউবা, তুরষ্ক, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৮৫টি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করেছে।