চাটমোহরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

0
190

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় সাইদুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার ভোরবেলায় স্থানীয় গোরস্থানের পাশে তার লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেওয়া হয়।
নিহত সাইদুল ফৈলজানা ইউনিয়নের চকমারুম এলাকার কোরবান মোল্লার ছেলে এবং পেশায় একজন মুদি দোকান ব্যবসায়ী। ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন সাইদুল পারিবারিক ও বিভিন্ন ব্যক্তিগত কারনে সে অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। হয়তো এসব কারনেই সকলের অগোচরে বাড়ির পাশের একটি নির্জন স্থানে গিয়ে গাছের ডালে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।