অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ফলেই বাংলাদেশ বৈশ্বিক সক্ষমতা সূচকে সাত ধাপ এগিয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক প্রতিবেদনের পর্যবেক্ষণে সংস্থাটি এ তথ্য জানায়। প্রতিবেদনের ওপর পর্যবেক্ষণ তুলে ধরেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৭-২০১৮ শীর্ষক প্রতিবেদন পর্যালোচনা করে সিপিডির পক্ষে গোলাম মোয়াজ্জেম জানান, অবকাঠামোগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক দক্ষতার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হওয়ায় বৈশ্বিক সক্ষমতা সূচকে বাংলাদেশ এগিয়েছে।তিনি আরও জানান, বাংলাদেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ গবেষণা প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ ও বন্দর পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি কমা, ঘুষ গ্রহণের প্রবণতা কমায়, সরকারি সেবা সহজলভ্য হওয়ায়, আমলাতান্ত্রিক জটিলতা কমায় ব্যবসা সহজ হয়েছে। ফলে ব্যবসা সহজ হয়েছে। তবে ব্যবসা পরিস্থিতির আরও উন্নয়ন ও ধারাবাহিকতা রক্ষার জন্য প্রযুক্তিগত নীতির উন্নয়নের কথা জানান ব্যবসায়ীরা।ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৭-২০১৮ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ১০৬তম স্থানে থেকে ৯৯তম স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে দুর্নীতিকে অগ্রগতির ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।