বরিশালের সামনে মাশরাফিদের চ্যালেঞ্জ

0
0

দিনের শুরুটায় ব্যাট করছিল বরিশাল। তখন লড়াই ছিল ব্যবধান কমানোর। দিনের শেষ ভাগেও ব্যাটিংয়ে বরিশাল। লড়াই এবার জয়-পরাজয়ের। মাঝের সময়টুকুতে বরিশালের সামনে খুলনা রেখেছে কঠিন চ্যালেঞ্জ।জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে খুলনায় জয়ের জন্য শেষ দিনে বরিশালের চাই ৩৭১ রান, খুলনার প্রয়োজন ১০ উইকেট।তৃতীয় দিনের শুরু ছিল বরিশালের ফলোঅন বাঁচানোর লড়াই দিয়ে। দিনের শুরুতে উইকেটে ছিলেন দুই হাফ সেঞ্চুরিয়ান রাফসান আল মাহমুদ ও নুরুজ্জামান। আগের দিনের ৫৮ রানেই আউট হয়েছেন রাফসান। তবে সেঞ্চুরিতে বরিশালকে এগিয়ে নেন নুরুজ্জামান।আট নম্বরে নামা নুরুজ্জামান করেন প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। তবে ফলো অন কাটানোর পর আর খুব বেশি দূর এগোতে পারেনি বরিশাল। অলআউট হয় তারা ২৫৮ রানে। আল আমিন ও আব্দুর রাজ্জাক নেন চারটি করে উইকেট। খুলনা লিড পায় ১৮৬ রানের।

সেই লিড দ্বিতীয় ইনিংসে আরও বাড়িয়ে নেয় খুলনা দ্রুতগতির ব্যাটিংয়ে। চারে নেমে ৮৫ বলে ৫৭ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তুষার ইমরান দ্বিতীয় ইনিংসে করেন ৬২ বলে অপরাজিত ৫৭। দুই ছক্কায় মাশরাফি করেন ১৬। ৭ উইকেটে ২১৬ রানে ইনিংস ঘোষণা করে খুলনা। বরিশালের সামনে লক্ষ্য ৪০৩ রান।কঠিন লক্ষ্যের পেছনে ছুটে তৃতীয় দিনটা স্বস্তিতে শেষ করেছে বরিশাল। ৩২ রান তুলতে হারাতে হয়নি উইকেট। তবে শেষ দিনেও অপেক্ষায় বড় চ্যালেঞ্জ।প্রথম স্তরের অন্য ম্যাচ দুই দিন পরিত্যক্ত হওয়ার পর অবশেষে শুরু হয়েছে তৃতীয় দিন বিকেলে। তবে হতে পেরেছে মাত্র ১৭ ওভার। বগুড়ায় ঢাকা বিভাগের বিপক্ষে রংপুর তুলেছে বিনা উইকেটে ৪৯ রান।