রোহিঙ্গা শিশুরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পাবে না

0
190

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে আশ্রয় নিতে আশা রোহিঙ্গা শরণার্থীদের সন্তান এদেশে জন্ম নিলেও বাংলাদেশের নাগরিকত্ব পাবে না রোহিঙ্গা শিশুরা। উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। তবে এখানে জন্ম নেয়া শিশুরা যেন বাংলাদেশেরই নাগরিক হয় এমনটাই চাওয়া তাদের বাবা-মায়েদের।

সরকারি হিসাবে গত ২৫ দিনে উখিয়া এবং টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে জন্ম গ্রহণ করেছে প্রায় ২শ’ রোহিঙ্গা শিশু। আর সন্তান জন্মদানের অপেক্ষায় আছেন প্রায় ১৭ হাজারেরও বেশি রোহিঙ্গা নারী। বাংলাদেশে জন্ম নেয়া এসব রোহিঙ্গা শিশুদের নাগরিকত্ব নিয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনার কথা জানালেন উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী তাদের জন্ম নিবন্ধন হবে। কিন্তু জন্ম নিবন্ধনের সনদপত্রে তারা যে মিয়ানমারের নাগরিক সে বিষয়ে উল্লেখ থাকবে। সাম্প্রতিক সময়ে রেকর্ডসংখ্যাক রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশের কারণে আপাতত: জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ রেখেছে কক্সবাজার জেলা প্রশাসন।