রোহিঙ্গা ইস্যুতে কোন উস্কানিতে প্ররোচিত হবে না সরকার: কাদের

0
217

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর কোন উস্কানিতে সরকার প্ররোচিত হবে না। সর্তকতার সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে সরকার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে আজ শনিবার দুস্থ অসহায় লোকজনের মাঝে এবং মসজিদ-মাদ্ররাসায় অনুদানের চেক হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের বর্তমান অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসিত হয়েছে। তবে আমাদের দেশের একটি দলের এ বক্তব্য পছন্দ হয়নি। কারণ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঠিকমতো শুনেননি।বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, তাদের হাতে মূলত কোনো ইস্যু নেই। তাই রোহিঙ্গা ইস্যুকে পূঁজি করে তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এ অপতৎপরতা সফল হবে না।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট খুবই বিচক্ষনতা ও দৃঢ়তার সাথে মোকাবেলা করছেন। আমরা তাঁর নেতৃত্বে সর্তকতার সাথে পদক্ষেপ নিচ্ছি। রোহিঙ্গা সংকট নিয়ে আমরা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। এ মুহূর্তে বিরোধীদের বক্তব্যে বিভ্রান্ত হওয়া যাবে না।
রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিএনপির প্রতিক্রিয়া উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, কানের মধ্যে তুলো আর চেখের মধ্যে ঠুলি বেঁধেছে তারা। সেজন্য প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেও শোনেনি, বুঝেও বোঝেনি। এটা সমালোচনার জন্য সমালোচনা, বিরোধিতার জন্য বি রোধিতা।মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযান বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে ত্বরিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার জাতিসংঘে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের সুরক্ষায় পাঁচটি প্রস্তাব দেন তিনি।প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেছিলেন, মিয়ানমার যে গণহত্যা চালাচ্ছে সে কথাটা একবারও তিনি বলেননি এবং মিয়ানমারের নিন্দা করেননি।ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী যে ৫ দফা যে প্রস্তাব উপস্থাপন করেছেন, সেটা বিশ্বনেতারা গ্রহণ করেছেন। বিশ্ব গণমাধ্যম বলেছে, এটা সুস্পষ্ট ও প্রশংসনীয় বক্তব্য।এমনকি বাংলাদেশে কট্টর আওয়ামী লীগ বিরোধী কলামিস্টরাও বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং প্রশংসনীয়। এই বক্তব্যে সমালোচনা করার মতো কিছুই ছিল না। রোহিঙ্গা মধ্যে মিয়ানমারের কোনো ধরনের উসকানিতে সায় না দিতে দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।মিয়ানমারের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) আমাদেরকে বলেছেন, খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রভোকেশনে সায় না দেওয়ার জন্য তিনি বলেছেন।তিনি সেনাবাহিনী, বিজিবি সবাইকে বলে দিয়েছেন। আমাকে আবার কালকে বলেছেন, সবাইকে স্মরণ করিয়ে দিতে। আমরা কোনো উসকানিতে সায় দেব না।এসময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়া লীগ সভাপতি খিজির হায়াত খান, কবিরহাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।