মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

0
183

বাংলাদেশ মানবাধিকার কমিশন বরগুনা জেলা শাখার উদ্যোগে আজ শনিবার সকাল ১০ টায় মিয়ানমারে আরাকান রাজ্যে রোহিঙ্গা হত্যা,ধর্ষণ,বাড়িঘর পুড়িয়ে দেয়াসহ নিজ দেশ থেকে বিতারিত করার প্রতিবাদে প্রেসক্লাব চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন বরগুনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা কাদেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু,কমিশনের সহ-সভাপতি অ্যাড. নিজাম উদ্দিন, ফারুক মৃধা সহ সম্পাদক ইদ্রিসুল আলম, অর্থ সম্পাদক এম.এস রিয়াদ,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহীম মাঝি, সদস্য ও বরগুনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আবুল কালাম আজ, হিমাদ্রী শেখর দেবনাথ কেশব, ইব্রাহিম সোহেল রাজ,আবু সাইদ প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে মিয়ানমারের প্রতি তীব্র নিন্দা জানিয়ে বলেন, অং সং সূচির নোবেল পুরুষ্কারসহ সকল আন্তর্জাতিক পুরষ্কার বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানান।

পাশাপাশি মিয়ানমার থেকে আসা সকল রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন দেয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেন।

জাহিদুল ইসলাম সেহেদী,বরগুনা প্রতিনিধি