ঝিনাইদহে চেয়ারম্যানের জীবন নাশের হুমকি দাতা ও হত্যার পরিকল্পনাকারী অবশেষে গ্রেফতার

0
185

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনকে হত্যার পরিকল্পনাকারী রাকিবুল ওরফে আসাদ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত রাকিবুল ওরফে আসাদ কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামের খন্দকার ইউনুস আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নলডাঙ্গা ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যানের সাথে যোগসাজস করে কবির হোসেনকে হত্যার উদ্দেশ্যে শহরের হামদহ এলাকায় অবস্থান করছিল রাকিবুল। বেশ কয়েকদিন যাবত রাকিবুল তাকে মোবাইলে হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় চেয়ারম্যান কবির হোসেন ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এছাড়াও ইতিপুর্বে নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বর্তমান চেয়ারম্যান কবির হোসেনকে জীবন নাশের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায়ও সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন কবির হোসেন। মোবাইল ট্রাকিং করে এ ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে রাকিবুল ওরফে আসাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর ও ভেড়ামারা থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।