কলাপাড়া পৌরশহরের মাদ্রাসা রোড এখন খুন, গুম,জখম, চাঁদাবাজি, মাদক ব্যবসা ইতাদি আতংকে রয়েছে এলাকাবাসী।
অনেকে এলাকা ছেড়ে যাচ্ছে। উল্লেখ্য, গত ১মে ২০১৭, ছাত্রলীগ নেতা অভি গাজী হত্যা, ঘটনা ঘটে মাদ্রাসা রোড এলাকায়।
একই স্থানে ২১সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা কামরুল হাসান কে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
এছাড়া চাঁদাবাজী তো চলছে প্রতিদিন, মাদক ব্যবসাহীদের যেন নিরাপদ স্থান মাদ্রাসা রোড তারা থাকে পুলিশের ধরাছোঁয়ার বাইরে। ইতিমধ্যে এলাকা ছাড়াতে শুরু করেছে ভারা টিয়ারা। এমনটি দাবি বাসা মালিকদের। এলাকার সাধারন মানুষ দের সাথে কথা বললে তারা বলেন, বাসা থেকে বের হতেই ভয় হয়। কখন কি ঘটে যায় বোজা যায়না।আমাদের কারো জীবনের নিরাপত্তা নেই। ওই এলাকার ব্যবসাহী ও মানবাধিকার কর্মী ইব্রাহিম খলিল বলেন, ২৪ঘন্টা পুলিশ টহল দরকার আমাদের কারো জীবনের নিরাপত্তা নেই।