সবচেয়ে দ্রুতগামীর বুলেট ট্রেন উদ্বোধন করল চীন

0
0

দীর্ঘ অপেক্ষার পর বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বুলেট ট্রেনের উদ্বোধন করেছে চীন। বেইজিং-সাংহাই রুটের জন্য তৈরি এই ট্রেনটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ট্রেনটি চালু হওয়ায় দুই শহরের মধ্যে ১২৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে মাত্র সাড়ে ৪ ঘণ্টা সময় লাগবে। যা স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ মিনিট কম।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফক্সিং নামের এই ট্রেনটি একাধারে সময়, অর্থ ও জ্বালানি সাশ্রয়ী। ট্রেনটি নির্মাণে টানা ৮ বছর বিভিন্ন গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং এর রেলপথ তৈরিতে ৩৬ হাজার কোটি মার্কিন ডলার খরচ করা হয়েছে।