মহেশপুরে পানিতে ডুবে ২ ভাই বোনের মৃত্যু

0
505

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে মাধরী (৯)ও মাহাবুব (৬) নামের দুই ভাই বোন মারা গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা পৌরসভার হামিদপুরপাড়ার প্রতিবন্ধি গোলাম মোস্তফার ছেলে-মেয়ে। স্থানীয়রা জানান, শিশু মাধবী ও মাহাবুর বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিলো। এক পর্যায়ে মাহাবুব পুকুরে পড়ে গেলে বড় বোন মাধবী তাকে উদ্ধার করতে পানিতে ঝাপ দিলে দুই ভাই বোনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে একসাথে দুই ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির বিষয়টি নিশ্চিত করছেন।