হাটহাজারীতে প্রতিমায় রং তুলির শেষ আচর আঁকতে ব্যস্ত মৃৎশিল্পীরা

0
0

মন্ডবের পাশে চোখ পড়তেই দেখা গেল রঙের ছড়াছড়ি। সাদা রঙের প্রতিমাগুলো জ্বল জ্বল করছে। একেকটি পাত্রে লাল, গোলাপি, হলুদ, সবুজসহ নানা রং রাখা। কেউ রং লাগাচ্ছেন, কেউ মাটির প্রলেপ দিচ্ছেন। প্রতিমায় রং তুলির শেষ আচর আঁকতে ব্যস্ত মৃৎশিল্পীরা।

হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১নং দক্ষিন পহাড়তলী ওর্য়াডের নন্দীরহাট সাহাপাড়া এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘর পুজা মন্ডবে নানা আকারের দুর্গা প্রতিমা বানানো হচ্ছে। এ সময় শরীয়তপুর জেলা থেকে প্রতিমা তৈরী করতে আসা পঞ্চাশউর্দ্ধো গণেশ পাল তার সহকর্মী একেক জনকে নির্দেশনা দিচ্ছিলেন কোনটায় (প্রতিমা) কী দিতে হবে। বংশপরম্পরায় তাঁরা প্রতিমা গড়েন। এ সময়টা এলে বিভিন্ন জেলায় ঘুরে প্রতিমা গড়ার কাজে বেরিয়ে পড়েন। মৃৎশিল্পী গণেশ পাল বলেন, রথের পর থেকে তাঁরা বিভিন্ন স্থানে প্রতিমা গড়ার কাজ শুরু করেন। প্রতিমা গড়তে একটা পুরো সেট ৭-৮জন সময় লাগে আবহাওয়ার পর নির্ভর করে ১৫-২০ দিন। কাঠ, বাঁশ, খড়, এঁটেল ও বেলে মাটি দিয়ে মূলত প্রতিমা (দেবী দুর্গা, গনেশ, লক্ষী, কার্তিক, শিব ও সরস্বতী) বানানো হয়। পূজার দিন যত ঘনিয়ে আসছে মৃৎশিল্পীদের ব্যস্ততাও বাড়ছে তত বেশি। প্রত্যেক শিল্পীরা চান নিজের তৈরী প্রতিমা অন্যের চেয়ে সুন্দর ও শৈল্পিক করে তুলতে। তাইতো তারা মনের মাধুরী মিশিয়ে এখন দুর্গা প্রতিমাসহ বিভিন্ন প্রতিমার অবয়ব দিচ্ছেন। ফলে নিজেদের মধ্যে চলছে নিরব প্রতিযোগিতা চলে। এদিকে উপজেলাধীন চসিক এর দুইটি ওয়ার্ডে শতাধিক পূজা মন্ডবে এখন প্রতিমা তৈরীর সাজসাজ রব চলছে বলে জানান হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহাকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেবনাথ। তিনি জানান, মন্ডব গুলোতে মৃৎশিল্পীরা মনের মাধুরী মিশিয়ে হরেক রকমের তৈরীকৃত প্রতিমায় রং তুলির শেষ আচর আঁকতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা তৈরির কাজ। তাইতো মৃৎশিল্পীদের এখন দম ফেলানোর ফুসরত নেই বললেই চলে। শিল্পীদের প্রতিমা তৈরীর আয়োজন দেখে পাড়ার আবাল-বৃদ্ধ-বনিতাদের মধ্যে ছড়িয়ে পড়েছে পূজার আগাম আমেজ কাজ করেছে বলে জানান ১নং ওয়ার্ড চসিক নন্দীরহাট সাহাপাড়া এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘর এর সাবজর্নীন দুর্গাপুজা উদযাপন পরিষদ ২০১৭ ইং সাধারণ সম্পাদক সুমন গোস্বামী। তিনি আরো জানান, ইতিমধ্যে পূজারীরাও ব্যস্ত হয়ে পড়েছেন পূজা মন্ডব গুলো সাজানোর কাজে। এতে করে পূজারীদের মধ্যেও শুরু হয়েছে নিরব প্রতিয়োগিতা। তবে পূজারীদের আর্থিক বাজেটের উপর নির্ভর করচ্ছে মন্ডব সাজানো। যে মন্ডবে যত বেশি আর্থিক যোগান দেওয়া যাবে, সেই মন্ডব তত বেশি সুন্দর ও শৈল্পিক হবে।