আজ ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, সকাল ১১টায় রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধ এবং তাদের নিজভূমি মিয়ানমারে নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে গণসংহতি আন্দোলন। পরিকল্পনা কমিশন অফিসের সামনে জোনায়েদ সাকির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাতিসংঘ কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল এগোতে থাকলে জাতিসংঘ কার্যালয়ের একটু দূরেই পুলিশ ব্যরিকেড দিয়ে বাধা দেয়। পুলিশী বাধার মুখে সেখানেই নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইতিমেধ্যে জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের আগ্রাসনকে জাতিগত নিধনের টেক্সটবুক উদাহরণ হিসেবে চিত্রিত করা হয়েছে। কিন্তু জাতিসংঘের সকল নিয়ম ও সংজ্ঞানুযায়ী এটি গণহত্যা। জাতিসংঘের গণহত্যা বন্ধের সকল বিধি অনুযায়ী রোহিঙ্গা গণহত্যা বন্ধে দ্রুত উদ্যোগের আহ্বান জানান নেতৃবৃন্দ। একইসাথে মিয়ানমারের সামরিক জান্তা ও অং সান সুকিকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
একইসাথে নেতৃবৃন্দ ভারত, চীন ও রাশিয়ার মিয়ানমার সরকারের প্রতি সমর্থনে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মিয়ানমার সরকারের গণহত্যার নীতির প্রতি সকল সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান। বাংলাদেশ সরকারের ভূমিকায়ও হতাশা ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, সরকার কিছুদিন আগেও মিয়ানমারের সাথে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযান পরিচালনা করতে চেয়েছিলো। গণহত্যা শুরু হওয়ার পর বাংলাদেশের জণগণের চাপে সরকার সীমান্ত খুলে দিতে বাধ্য হলেও মিয়ানমারের সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখছে এবং চাল আমদানির ঘোষণা দিয়েছে। নেতৃবৃন্দ বলেন, সরকারকে এসব তৎপরতা বন্ধ করে রোহিঙ্গাদের উপর চলমান গণহত্যার প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে এবং সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।
নেতৃবৃন্দ দাবি জানান, সকল রোহিঙ্গা শরণার্থীদের নিঃশর্ত আশ্রয় দিতে হবে এবং রেজিস্ট্রেশন করে তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার খাদ্য, স্যানিটেশন, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করতে হবে। অন্যথায় এই রোহিঙ্গারা নানা ধরনের অপরাধী চক্রের শিকারে ও অপরাধ কর্মকা-ে ব্যবহৃত হবে। অন্যদিকে আশঙ্কা থাকে সুযোগসন্ধানী ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশের ভেতর সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে এবং রোহিঙ্গাদের ব্যবহারের চেষ্টা করবে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর আক্রমণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রচার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
গণসংহতি আন্দোলনের সদস্য সৈকত মল্লিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য আবুল হাসান রুবেল, তাসলিমা আখ্তার, সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু এবং অধ্যাপক রেহনুমা আহমেদ ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া।